× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুটি বাঁধছেন শুভ-সোহিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম

আরিফিন শুভ ও সোহিনী সরকার। ছবি- সংগৃহীত

আরিফিন শুভ ও সোহিনী সরকার। ছবি- সংগৃহীত

দুই বাংলার দুই তারকা আরিফিন শুভ ‍ও সোহিনী সরকার। তারা এবার জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন। একটি সিরিজে অভিনয় করবেন তারা। এর নাম ‘লহু’। চরকির এই অরিজিনাল সিরিজটির শুটিং শুরু হবে এই মাসের শেষদিকে। এটি পরিচালনা করছেন রাহুল মুখার্জি। 

সিরিজ ‘লহু’ নিয়ে বেশ এক্সাইটেড সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন চরিত্র অনুযায়ী। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

চলতি বছরটা আরিফিন শুভর জন্য অন্যরকম আশীর্বাদের। সিনেমা হল এবং ওটিটিতে সমানভাবে দাঁপিয়েছেন তিনি। ভারতে চরকির কনটেন্টে কাজ করা নিয়ে শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। সেটা শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যেও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে।’

‘সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্ল্যাটফর্মকে যারা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এতো কিছু; তাদের প্রতি কৃতজ্ঞতা’- যোগ করেন তিনি।

‘লহু’-র জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কি রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শ্যুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।’

এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট কেমন তা জানিয়ে পরিচালক রাহুল মুখার্জি বলেন, ‘পাহাড়ি অঞ্চল। সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, সেই নিয়েই গল্প। এ ছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে সেটা কয়েক যুগের জন্য খুলে দেয়া হচ্ছে। দুটো দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলব শিল্প দিয়ে।’ 

এর আগে রাহুল তৈরি করেছেন ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুইটি সিনেমা। দুটি ছবিতেই চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মধুরা পালিত। ছবির গান তৈরি করেছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। তারপর থেকেই রাহুল-মধুরা-নীলায়ন একটা টিম হিসেবে কাজ করেন। এই ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করবেন তারা।

চরকির হেড অফ কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি বলেন, ‘বার্লিন ওয়ালের মতো দেয়ালটা তো এখনি হাতুড়ি দিয়ে ভাঙতে পারছি না তাই অন্তত গল্পের বিনিময়ে দাগটা কিঞ্চিৎ মুছতে চাই। আমরা গল্প বলি, গল্প বলতে চাই এবং আমরা গল্প বলব দুই বাংলা মিলে।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি যখন ভারতে প্রেস কনফারেন্স করেছিল তখনই ঘোষণা দিয়েছিল যে খুব শীঘ্রই সেখানকার স্থানীয় শিল্পী-কলাকুশলী নিয়ে কাজ করবে। সেই ধারাবাহিকতা ও প্রতিশ্রুতি থেকেই আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। তার মধ্যে রাহুল মুখার্জির লহু খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে যাবে। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো শিল্পী ও ভালো টিম সবকিছুর কম্বিনেশন দিয়ে ভারতে চরকির পদচারণা শুরু হচ্ছে। এরকম আরও প্রজেক্টের খবর আসতেই থাকবে।’

আরিফিন শুভ আর সোহিনীর সঙ্গে এ ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা