শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১১:০৪ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৭:৩৩ পিএম
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪
রেইনবো ফিল্ম
সোসাইটি ১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-ডিআইএফএফের আয়োজন করে আসছে।
প্রতি বছরের জানুয়ারিতে দেশবিদেশের জনপ্রিয় সব সিনেমা নিয়ে এ আয়োজন করা হয়। ইতোমধ্যে
২০২৪ সালের আয়োজনের বিস্তারিত তালিকা ঘোষণা করা হয়েছে।
২০২৪ সালের ২০
থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত উৎসবটি চলবে। প্রতি বছরের মতো এবারও উৎসবে একটি থিম রাখা
হয়েছে। এবারের উৎসবের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।
এখন চলছে প্রস্তুতিমূলক
কাজ। আয়োজকরা আশা করছেন উৎসবে ২৫০টি সিনেমা দেখানো হবে। অংশ নেবে প্রায় ৭৫টি দেশ।
এবার উৎসবে ‘এশিয়ান
সিনেমা সেকশন’, ‘রেট্রোসপেকটিভ’, ‘ট্রিবিউট’, ‘ওয়াইড অ্যাঙ্গেল’, ‘বাংলাদেশ প্যানোরমা
সেকশন’, ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশন’, ‘চিলড্রেন ফিল্মস সেকশন’, ‘ওমেন ফিল্ম মেকার্স
সেকশন’, ‘শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্মস সেকশন’ ও ‘স্পিরিচুয়াল ফিল্মস সেকশন’ বিভাগে
লড়বে সিনেমাগুলো।
উৎসবটি নিয়ে ঢাকা
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন,
‘১৯৯২ সাল থেকে আমরা এ উৎসব উদযাপন করে আসছি। এবারের আসরটি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র
উৎসব। ইতোমধ্যে উৎসবের তারিখ নির্ধারণ করে ফেলেছি। আশা করি ঠিক সময়েই সবাইকে নিয়ে কাজটি
সম্পন্ন করব। প্রতিবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের নান্দনিক সব সিনেমা থাকবে।
আয়োজনের সবকিছু আমরা শুরু করে দিয়েছি। ধারণা করছি ২৫০টির মতো সিনেমা আমরা এবার দেখাতে
পারব। কারণ ঘোষণার পর থেকেই বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সে কারণেই
এবার আগের উৎসবগুলো থেকে বেশি সিনেমা প্রদর্শন করতে পারব বলে আশাবাদী।’
তিনি আরও বলেন,
‘২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি
নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার মাজিদ মাজিদি। উৎসবে ২ ঘণ্টার একটি মাস্টার ক্লাসে
অংশ নেবেন তিনি। সেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদানের পাশাপাশি সিনেমা
নিয়ে নিজের দর্শন শেয়ার করবেন মাজিদি। তার মতো দক্ষ নির্মাতাকে পাওয়া আমাদের জন্য
দুর্দান্ত এক অভিজ্ঞতা হবে।’
উৎসবে সিনেমা
প্রদর্শিত হবে আলিয়ঁস ফ্রঁসেজ, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে।
১৯৯২ সাল থেকে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে নিয়মিত
এ উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি।
এর আগে এ বছরের
১৪ জানুয়ারি ১০ বিভাগে ২১তম উৎসবে বাংলাদেশসহ ৭১টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র দেখানো
হয়। যার মধ্যে নারী নির্মাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। যারা বিভিন্ন দেশ থেকে
নিজেদের নির্মিত সিনেমা নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এ অংশগ্রহণ করেন।
তাই উৎসব ঘিরে নারীদের সিনেমা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ঢাকা আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসব ২০২৩-এ উইমেন ফিল্মমেকার শাখায় মোট ২৩টি সিনেমা প্রদর্শিত হয়। যেখানে
ভারত, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, ইংল্যান্ড, জার্মানি, ইথিওপিয়া,
ইতালি, গ্রিস, ইরান, ফিলিস্তিন, কাতার, সুদান, রাশিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, তুরস্ক
ও বাংলাদেশের নারী নির্মাতাদের সিনেমা প্রদর্শিত হয়। নারীদের এমন অংশগ্রহণ উপস্থিত
সবার নজর কাড়ে। তাই সামনের উৎসবেও নারী নির্মাতাদের উপস্থিতি বাড়বে বলে ধারণা আয়োজকদের।