× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ বাজবে ‘কলিংবেল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৪:৫৭ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১৫:০৩ পিএম

আজ বাজবে ‘কলিংবেল’

সদ্যবিবাহিত দম্পতি অ্যানা রিচার্ড একটি ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাটের কলিংবেল প্রতিদিন একই সময়ে বেজে ওঠে। কিন্তু দরজা খুলে কাউকে দেখা যায় না। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ পায় অপ্রত্যাশিত কিছু সত্য। সব সত্য জানা যাবে আজ চরকিতে।

রহস্য-রোমাঞ্চে ভরপুর মো. আবিদ মল্লিক পরিচালিত চরকি অরিজিনাল সিরিজপ্রচলিত’-এর চতুর্থ গল্পকলিংবেল’ মুক্তি পাবে রাত ৮টায়। এতে অ্যানা চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

‘প্রচলিত’ সিরিজে মোট পাঁচটি পর্ব রয়েছে। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে একটি করে নতুন পর্ব। রিংটোন (২৫ মিনিট), বিলাই (২৩ মিনিট), বেওয়ারিশ (২৬ মিনিট) মুক্তি পেয়েছে। এই সপ্তাহে আসছে কলিংবেল (২৯ মিনিট) হাতবদল (১৮ মিনিট)। দর্শক চরকিতে দেখতে পারবে ১৬ নভেম্বর।

সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ইয়াশ রোহান, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারিসহ অনেকে।কলিংবেল’- দেখা যাবে সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমিসহ অনেককে। পর্বে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘‘কলিংবেল’-এর গল্প শুনেই ভালো লেগেছিল তাই কাজটি করেছি। এর আগে এমন কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। গল্পটা একটু ডিফারেন্ট। গল্পের শুরুতে রোমান্টিক কিছু মোমেন্টস ছিল আবার ভয়েরও কিছু দৃশ্য ছিল। সব মিলিয়ে গল্পের গ্রাফটা আমার খুব ভালো লেগেছে।’’

তিনি আরও বলেন, ‘কাজের আগে নিজের মতো করে কিছুটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার চরিত্রের মধ্যে একটু ডিটেকটিভ ভাবের দরকার ছিল। সেটার জন্য শার্লক হোমস কিছু ডিটেকটিভ সিরিজ দেখেছিলাম। আমার লুকটাও বেশ ভিন্ন ছিল। আমি চাই গল্পটা দেখুক সবাই। আশা করি, সবার ভালো লাগবে।’

সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়।প্রচলিত’-এর গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনও মানুষের মুখে, কখনও পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ সাভারের বিভিন্ন লোকেশনে। সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিংয়ে ছিলেন আশরাফুল আলম সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা