× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নচিকেতার একক কনসার্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১২:০৪ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

নচিকেতার একক কনসার্ট

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ঢাকায় আসছেন গান শোনাতে।নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার‍শিরোনামে ঢাকা মাতাতে আসছেন সংগীতের এই তারকা। ক্যারিয়ারের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে এই শিল্পীকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ডস আজব কারখানা।

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন আয়োজক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার। ১০ নভেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

নচিকেতার ঢাকা আসা প্রসঙ্গে জয় শাহরিয়ার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘‘নচিকেতার সংগীত ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ হয়েছে বছর। সংগীতে তার এমন অবদান নিয়ে কলকাতায় ইতোমধ্যেইতিরিশে নচিকেতা’ শিরোনামে একটি অনুষ্ঠান হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এই আয়োজন করছে আজব রেকর্ডস আজব কারখানা। আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। নভেম্বর তিনি ঢাকায় আসবেন। আর ১০ নভেম্বর আমরা একসঙ্গে কনসার্ট করব। আশা করছি দাদার ভক্তরা অনেক দিন পর সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবে।’’

নচিকেতা এর আগে বহুবার বাংলাদেশে এসেছেন, শ্রোতাদের গান গেয়ে শুনিয়েছেন। তবে এবারই প্রথম বাংলাদেশে তার একক কনসার্টের আয়োজন করা হচ্ছে। বিষয়ে জয় আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে নচিদার সম্পর্ক দীর্ঘদিনের। আর আমার সঙ্গে তার সম্পর্ক ২০১৬ সাল থেকে। আমরা একসঙ্গে বেশ কিছু গানও করেছি। তবে কনসার্টে একসঙ্গে পারফর্ম করা হয়নি আগে। আমাদের দুজনের এটাই প্রথম কনসার্ট। ছাড়া এই কনসার্টে আরও একটি বিষয় প্রথম ঘটতে যাচ্ছে। সেটি হলোÑ এর আগে নচিদা বহুবার ঢাকায় এসেছেন। কিন্তু তার গান শ্রোতারা টিকিট কেটে উপভোগ করার সুযোগ পায়নি। তিনি এসেছেন গান গেয়েছেন প্রাইভেট কোনো অর্গানাইজেশনের হয়ে, নয়তো কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে। কিন্তু আমরা এবারই প্রথম তার গান টিকিটের মাধ্যমে দর্শকদের উপভোগ করার ব্যবস্থা করেছি। যা আমাদের জন্য আনন্দের।’

নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার‍কনসার্টির টিকিট ইতোমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়েছে। আগত শ্রোতারা ধাপে গেট সেট রক ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবে। টিকিটের মূল্য সিলভার ২০০০ হাজার টাকা, গোল্ড ৩০০০ হাজার টাকা, প্ল্যাটিনাম ৫০০০ হাজার টাকা, স্টুডেন্ট সিলভার ১০০০ টাকা স্টুডেন্ট গোল্ড ২০০০ টাকা। সীমিত আকারে আয়োজিত এই কনসার্টে মাত্র ৯০০ টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে বলেও জানান জয়।

উল্লেখ্য, জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী। ১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ পায়। জীবনধারার অসংখ্য জনপ্রিয় গান এসেছে এই শিল্পীর কণ্ঠে। বহু সিনেমাতেও তিনি উপহার দিয়েছেন অনেক গান। দুই বাংলাতেই আছে তার অসংখ্য ভক্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা