× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অরিজিৎকে পা ছুঁয়ে প্রণাম করে আলোচনায় রণবীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:১০ পিএম

অরিজিৎকে পা ছুঁয়ে প্রণাম করে আলোচনায় রণবীর

বলিউডের সফলতম গায়ক। হালের ক্রেজ তিনি। তার গাওয়া গান মানেই শ্রোতাদের হইচই। আরেকজন এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা। ‘চান্না মেরেয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ কিংবা ‘ইলাহি’, অথবা সাম্প্রতিক সময়ের ‘দেবা দেবা’ পর্দায় রণবীরের যেন কণ্ঠ হয়ে উঠেছেন অরিজিৎ। 

খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি ‘অ্যানিমাল’। সেখানেও রোমান্টিক গান ‘সাতরঙ্গা’-তে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। এক কথায় এই অভিনেতা-গায়ক জুটির যখনই মেলবন্ধ হয়েছে, শুধুই হিটের সংখ্যা বেড়েছে। 

এবার অরিজিৎকে সম্মান জানিয়ে হইচই ফেলে দিলেন রণবীর কাপুর। চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন অরিজিৎ। দর্শকদের অবাক করে আমচকাই মঞ্চে হাজির হন অভিনেতা রণবীর। সেখানেই দুই শিল্পীর একের অপরের প্রতি শ্রদ্ধার বিরল মুহূর্তের সাক্ষী রইলেন দর্শক।

মঞ্চে গিটার বাজিয়ে রণবীরের ‘অ্যানিমাল’ ছবিরই গান গাইছেন গায়ক। সেই সময় মঞ্চে ওঠেন অভিনেতা। মঞ্চে উঠেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। অভিনেতার এমন বিনয়ে যেন খানিক অপ্রস্তুত হয়ে পড়েন গায়ক। মঞ্চের একেবারে সামনে নিয়ে যান রণবীরকে। দর্শদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনও জানান রণবীর। 

তারপরই অরিজিৎ ‘চান্না মেরেয়া’ গানটি ধরতেই খানিক নেচেও দিলেন রণবীর। ফিরে যাওয়ার সময় দুই শিল্পী নতমস্তকে, হাঁটু মুড়ে একে অপরকে অভিবাদন জানালেন। দুই শিল্পীর পরস্পরের প্রতি এমন শ্রদ্ধায় আপ্লুত নেটপাড়ায়ও। 

উল্লেখ্যে, অরিজিতের চণ্ডীগড়ের শোতে মূলত নিজের আসন্ন ছবি ‘অ্যানিমাল’-এর প্রচারেই কাজে সেখানে যান রণবীর। ১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর এবং রাশমিকা মন্দনা অভিনীত এই ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা