প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:০২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:১৬ পিএম
চার শিল্পী এক গানে কণ্ঠ দিলেন। তারা হলেন সংগীতশিল্পী-ওস্তাদ ইয়াকুব আলী খানের সন্তান চ্যানেল আই সেরাকণ্ঠ থেকে উঠে আসা ইউসুফ আহমেদ খান, ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও রন্টি এবং দুটি রিয়েলিটি শোতেই অংশ নেওয়া সংগীতশিল্পী চম্পা বণিক। গানের শিরোনাম ‘স্মার্ট বাংলাদেশ’।
গানটি বাংলাদেশ বেতারে প্রচারের জন্য এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক এবং সুর করেছেন অশোক পাল।
গানটি প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘিরেই মূলত এ গান করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন দেখেছেন তা-ই মূলত এ গীতিকবিতার মূল বিষয়বস্তু। আর আমরা যারা এ গানটি গেয়েছি প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়েই গাইবার চেষ্টা করেছি। কারণ এমন একটি গান প্রধানমন্ত্রী যেমন শুনবেন বা উপভোগ করবেন, তেমন এ দেশের সব শ্রেণির শ্রোতা-দর্শক মূলত যারা বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা তারাও শুনবেন। তারা জানবেন, বুঝবেন বর্তমান সরকার দেশের উন্নয়নে কতটা ভূমিকা রাখছে, কাজ করছে। ধন্যবাদ বাংলাদেশ বেতারকে এবং এ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে যারা আমাদের এ গান গাইবার সুযোগ করে দিয়েছেন। আশা করছি গানটি প্রচারে এলে ভালো লাগবে শ্রোতাদের।’
রাজীব বলেন, ‘গানের মানুষ আমি। নিত্যনতুন মৌলিক গান গাইতে ভালো লাগে। তবে এবারের গানটি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে। এ কারণেই বেশি ভালো লেগেছে গানটি গাইতে।’
রন্টি দাশ বলেন, ‘একটা মনের মতো গান গাইলাম। তাও আবার আমরা চারজন মিলে। গানটির কথা ও সুর খুব ভালো লেগেছে। এ ধরনের গান গাওয়ার মধ্যে নিজের ভেতরই একটা ভালোলাগা কাজ করে। গানটি সবাইকে শোনার জন্য বিনীত অনুরোধ রইল।’
এদিকে রাজীব নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। শুক্রবার তিনি ঝিনাইদহে স্টেজ শোতে গান গেয়েছেন। ১০ নভেম্বর রাজীব বরিশালে একটি স্টেজ শোয় অংশগ্রহণ করবেন। এদিকে ১১ নভেম্বর রন্টি দাস শ্রীমঙ্গলে একটি স্টেজ শোতে অংশ নেবেন। ইউসুফ আহমেদ খানের দুটি নতুন মৌলিক গান তার জন্মদিনে প্রকাশ পেয়েছে। গান দুটি হচ্ছে ‘স্মৃতি হয়ে থাক’ ও ‘যোজন যোজন দূর’।