× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ফ্রেমে শশী-বর্ষণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৪:৫৮ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৫:১২ পিএম

এক ফ্রেমে শশী-বর্ষণ

একসময় দেশের নাটক-সিনেময় নিয়মিত মুখ ছিলেন শারমিন জোহা শশী। কাজ করেছেন জনপ্রিয় সব নির্মাতা অভিনেতার সঙ্গে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক-ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া শশী এবার জুটি বেঁধেছেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ ইমতিয়াজ বর্ষণের সঙ্গে।

মাতিয়া বানু শুকুর রচনা পরিচালনায় বিটিভির ধারাবাহিককুসুমকথা’য় জুটি হয়েছেন তারা। যেখানে কুসুম চরিত্রে শশী আর কমল চরিত্রে ইমতিয়াজ বর্ষণ অভিনয় করেছেন। নিজেদের চরিত্র নিয়ে শুরুতেই শশী বলেন, ‘আমি এখন খুব বেছে বেছে কাজ করি। গল্প পছন্দ না হলে কাজটি কখনই করি না। কুসুমকথার গল্পটি আমার কাছে অসাধারণ লেগেছে। আমি গল্পটি শুনেই নির্মাতা মাতিয়া বানুকে কাজটি করার জন্য হ্যাঁ বলে দিই। ছাড়া নাটকে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই খুব মেধাবী এবং পরিশ্রমী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আমার বিপরীতে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণও অসাধারণ একজন সহকর্মী। কাজটি করতে পেরে আমি আনন্দিত।’

শশীর বিপরীতে প্রথমবার কাজ করছেন ইমতিয়াজ বর্ষণ। তার চরিত্রের নাম কমল। নিজের চরিত্র শশীকে নিয়ে এই অভিনেতা বলেন, ‘কুসুমকথা নাটকের গল্পটি অত্যন্ত চমৎকার। বর্তমান সময়ে এমন গল্পে নাটক সেভাবে আর নির্মাণ হয় না বললেই চলে। এমন একটি গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে। ছাড়া শশী একজন মেধাবী অভিনেত্রী। তার কাজের ধরন শুটিং স্পটে আমাদের সবাইকে মুগ্ধ করে। তিনি যেমন পরিশ্রম করতে পারেন তেমনই মেধবী। তার সঙ্গে কাজ করা আসলেই আনন্দের। আশা করি আমাদের কাজটি সবার পছন্দ হবে।’

নাটকে বর্ষণ-শশী ছাড়াও রয়েছেন দিলরুবা দোয়েল, জয়রাজ, ডলি জহুর, নরেশ ভুঁইয়াসহ অনেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা