× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশংসিত সিয়াম-ফারিণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৮:১৪ পিএম

প্রশংসিত সিয়াম-ফারিণ

জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘পুনর্মিলনে’ সিনেমার বিশেষ প্রদর্শনী। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শিত হয় ‘পুনর্মিলনে’। সেখানে বসেছিল তারকাদের মিলনমেলা। সবাই সিনেমাটি দেখে সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণের প্রশংসা করছেন।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। সিয়াম-ফারিণ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।

কারও মধ্যে কথা-কাটাকাটি কেউ-বা রাগ কারও আবার মন খারাপ! কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে ‘পুনর্মিলনে’ চরকিতে মুক্তি পেয়েছে ২১ সেপ্টেম্বর। চরকি অরিজিনাল সিনেমা ‘পুনর্মিলনে’ প্রেজেন্টেড বাই বার্জার পেইন্টস, পাওয়ারড বাই চিলক্স।

কাজটি নিয়ে শুরু থেকেই বেশ এক্সাইটেড ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। সেই সঙ্গে আমার নিজের কাজিনদের সঙ্গে বসে এই সিনেমা বড়পর্দায় দেখতে পারাটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা।’

ছোটপর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। দর্শকদের মনে পৌঁছে গেছেন নিজ অভিনয় গুণে। কিছু দিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে নেটিজেনদের মনে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। ফারিণ নতুন এই কাজ নিয়ে বলেন, ‘পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। এত অল্প সময়ে আমরা সবাই একদম পরিবার হয়ে গেছি। আমার এখনও মনে পড়ছে, সিনেমার শেষ দৃশ্যটা শুট করার সময় আমার ইমোশন ধরে রাখতে পারিনি। আজ আবার সবাই মিলে একসঙ্গে সিনেমাটা দেখতে পেরে খুব ভালো লাগছে।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না, সেটা হলো কাজিনদের বন্ধু্ত্বের গল্প। এবার আমার গল্প হলো কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে।’

আরিয়ান আরও বলেন, ‘আমার নির্মাণ বড়পর্দায় দেখতে পারাটাও আমার জন্য আনন্দের। আমার জন্য একদম ভিন্ন ও নতুন অভিজ্ঞতা। সেজন্য পুরো টিমসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।’

১০৩ মিনিটের ফ্যামিলি ড্রামা জনরার সিনেমাটি সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ, ব্যাকগ্রাউন্ড স্কোর ও মিউজিকে ছিলেন জাহিদ নিরব, এডিট করেছেন ময়ূখ বারী।

সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার এবং কালার গ্রেডিং করেছেন লিয়ন রোজারিও। আর্ট ডিরেক্টর হিসেবে ছিলেন কনক টিটু, কস্টিউম ডিজাইনার অরুন্ধুতী শ্রেয়া এবং মেক-আপ খাইরুল ইসলাম।

আনন্দ এই আয়োজনে উপস্থিত ছিলেন পুনর্মিলনের শিল্পী-কলাকুশলী, বার্জার পেইন্টস ও চিলক্সের কর্মকর্তা, চরকি ও রানআউট ফিল্মসের কর্মকর্তারা, গণমাধ্যমকর্মীসহ অনেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা