× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচনায় জয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৬ পিএম

আলোচনায় জয়া

অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন সিনেমায়। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘দশম অবতার’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে সাহসী ও রহস্যময় এক জয়াকে দেখেছে দুই বাংলার দর্শক।

ট্রেলারের শুরুতেই দেখা যায় কলকাতার শহরে খুন হয়েছে। তাও একটি নয় তিনটি খুন হয়েছে। খুনের সঙ্গে জড়িতদের খুঁজছে কলকাতা পুলিশ। যেই পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীকে। কিন্তু তারা অপরাধী ধরতে কোনো সূত্র পাচ্ছেন না।

এর মধ্যেই ট্রেলারে হাজির জয়া আহসান। পুলিশের সামনে বসে আছেন তিনি। চারদিকে অন্ধকার। তার মুখ থেকে বের হলো, ‘আমি সিরিয়াল কিলারকে চিনি। ও নিজেকে ভগবান বিষ্ণুর অবতার মনে করে। টু বি স্পেসিফিক দশম অবতার।’

শুরু হয় গল্পের নতুন মোড়। মাত্র তিন মিনিট ১৪ সেকেন্ডের এই ট্রেলারে জয়ার চরিত্রটি নিয়েই খেলেছেন নির্মাতা। দিয়েছেন নতুন রহস্যের বার্তা। বোঝাই যাচ্ছে এবার নতুন চরিত্রে দেখা যাবে জয়াকে। যেখানে থাকবে শুধুই রহস্য আর রহস্য। এ ছাড়া একটি দৃশ্যে অনির্বাণের সঙ্গে রোমান্স করতেও দেখা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে।

সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ এবার পূজায় মুক্তি পাচ্ছে। সে উপলক্ষে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমার ট্রেলারের প্রশংসা করছেন দর্শকেরা।

এর আগে ৬ সেপ্টেম্বর জয়া আহসানসহ ‘দশম অবতার’ সিনেমার চার চরিত্রের ‘লুক’ প্রকাশ করে জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট। ছবিতে মেরুন রঙের জ্যাকেট, খোলা চুলে কঠোর দৃষ্টিতে ধরা দিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। নির্মাতা সৃজিত মুখার্জির কপ ইউভার্সের প্রথমবারের মতো কোনো নারী পুলিশের দেখা মিলতে যাচ্ছে। তাই আসল চরিত্র খুঁজতে দর্শকদের পূজা অব্দি অপেক্ষা করতে হবে।

‘২২শে শ্রাবণ’ সিনেমাটি প্রিক্যুয়েল ‘দশম অববার’। জয়া আহসান ছাড়াও ‘২২শে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ, ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন ‘দশম অবতার’ সিনেমায়। সঙ্গে যীশু সেনগুপ্তও রয়েছেন। সিনেমার সংগীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা