প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:০২ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৩ এএম
প্রখ্যাত কথাসাহিত্যিক
সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস ‘যাপিত জীবন’। এবার এ উপন্যাসের গল্প অবলম্বনে নির্মিত
হচ্ছে সিনেমা। সিনেমার নামও ‘যাপিত জীবন’। গল্পে দেখা যাবে দেশভাগ, ভাষা আন্দোলনসহ
নানা বিষয়ের চিত্র। সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব।
সিনেমায় বাংলা
লোকগানের শিল্পী জাতীয় সংসদ সদস্য মমতাজের কণ্ঠে একটি গান রয়েছে। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন
পর আবার সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি। গানের শিরোনাম ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা
যাই’। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
নতুন গান নিয়ে
মমতাজ বলেন, ‘আমি সব সময় মাটির গান গাইতে পছন্দ করি। বিগত দিনে আমার শ্রোতারা আমাকে
এভাবে শুনেই অভ্যস্ত। সেখান থেকেই নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই গানটি করতে আমি
আগ্রহ প্রকাশ করি। আসিফ ইকবাল অসাধারণ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এ ছাড়া পিন্টুর সুর
আমাকে মুগ্ধ করেছে। সব মিলিয়ে দারুণ একটি গানে কণ্ঠ দিলাম।’
সরকারি অনুদানে
নির্মিত হচ্ছে যাপিত জীবন সিনেমাটি। চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব।এতে
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। তার চরিত্রের নাম সোহরাব। নায়িকার বাবার
চরিত্র এটি। ইতোমধ্যে সিনেমার শুটিং শেষের দিকে। রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং।
বাকি শুটিং মানিকগঞ্জে হওয়ার কথা।
যাপিত জীবন সিনেমার
প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। মমতাজ গান গাওয়ায় তিনিও উচ্ছ্বসিত।
তিনি ফেসবুকে লেখেন, ‘ভয়ংকর সুন্দর। দামপাড়া। আজকে যাপিত জীবনের জন্য গাইলেন আমার
প্রিয় মমতাজ আপা। ভাবনা যে সিনেমায় থাকবে সেই সিনেমায় যদি সম্রাজ্ঞী মমতাজ বেগমের গান
না থাকে তাহলে ঠিক জমে ওঠে না তাই না সই? মমতাজ আপা আমাকে আদর করে সই বলেন। তবে আজকে
যে গানটি করলেন, আমার গায়ে কাঁটা দিচ্ছিল বারবার গানটি শুনে।’
গীতিকার আসিফ
ইকবাল সম্পর্কে বলেন, ‘আসিফ ইকবাল ভাই এত এত ভালো লেখেন আপনি! একজন জাদুকর ভাই আপনি।
আপনার লেখায় এত মায়া, এত ধার, এত ধক, ইশ! আর কি সুর করলেন আমাদের প্রিয় পিন্টু ঘোষ।
কি অসাধারণ সুর। কবে যে সবাই শুনতে পাবে এই গান। আমি নিজেই আর অপেক্ষা করতে পারছি না।’
ছবিটিতে আরও অভিনয়
করেছেন মৌসুমী হামিদ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল
কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সমাপ্তিসহ অনেকে।
সর্বশেষ চিত্রনায়িকা
পরীমনি অভিনীত ‘মা’ সিনেমায় মমতাজের গান শুনতে পেয়েছেন দর্শক। অরণ্য আনোয়ার পরিচালিত
এ সিনেমাটি গেল ১৯ মে সারা দেশে মুক্তি পায়। ছবির পাশাপাশি মমতাজের গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা
পায়।