প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫১ পিএম
উর্মিলা শ্রাবন্তী কর। এ প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী। পাশাপাশি একজন শিল্পীবান্ধব নেত্রীও তিনি। যিনি সাধারণত শিল্পীদের বিপদে-আপদে সবার আগেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন। শুধু শিল্পীদের ক্ষেত্রেই নন, এই শিল্প মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত যে কারও বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উর্মিলাকেই সবার আগে পাওয়া যায়।
বাংলাদেশের অভিনয় অঙ্গনের সবাই কমবেশি উর্মিলার মানবিক দিকটার কথা বিশেষভাবে অবগত। যেমন সাম্প্রতিক সময়ে অভিনেত্রী আফরোজা হোসেনের ক্যানসারের বিষয়টি সামনে আসার পর থেকে উর্মিলা নিজে উদ্যোগে নানাভাবে অর্থ সংগ্রহ করেছেন। অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক সংঘের জন্যও নিরলসভাবে কাজ করে থাকেন। এর একমাত্র কারণ অবশ্য তার পারিবারিক শিক্ষা আর খুব কম বয়স থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা। অবশ্য মানুষের জন্য কিছু করতে হলে নিজেকে আগে একজন ভালো মানুষ হতে হয়। যেহেতু উর্মিলা একজন মানবিক মানুষ, একজন ভালো মানুষ, তাই তাকে নিয়েই পরিচালক জুয়েল রানা ইউনিসেফের আওতাধীন জরায়ু ক্যানসারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মাণ করেছেন একটি জনসচেতনতামূলক তথ্যচিত্র। গতকাল রবিবার দিনব্যাপী এই তথ্যচিত্র নির্মাণকাজের শুটিং ছিল মানিকগঞ্জে।
প্রচণ্ড গরমের মধ্যে ভীষণ ভালো লাগা নিয়ে উর্মিলা এই তথ্যচিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘এর আগেও আমি বেশ কিছু জনসচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করেছি। সত্যি বলতে এ ধরনের তথ্যচিত্রে কাজ করার মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করে। কারণ একজন শিল্পী হিসেবেই শুধু নয়, আমি মনে করি একজন সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষকে সমাজের নানা অসঙ্গতি বা সমস্যা চিহ্নিতকরণের মধ্য দিয়ে সমস্যা সমাধানের পথ দেখানোর চেষ্টার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারা দায়িত্বশীলতার মধ্যে পড়ে। মেয়েদের জরায়ু ক্যানসারে আরও অনেক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ইউনিসেফের এই তথ্যচিত্রে কাজ করেছি। আশা করছি এটি দ্রুত প্রচারে এলে সবারই উপকার হবে।’
উর্মিলা অভিনীত প্রথম সিনেমা শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘ফ্রম বাংলাদেশ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে তিনি সাজিন আহমেদ বাবু পরিচালিত নতুন ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’-এর কাজ শুরু করেছেন। শিগগিরই তিনি ইদ্রিস হায়দার পরিচালিত নতুন আরও একটি ধারাবাহিকের কাজ শুরু করবেন।