× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্বে মনোযোগী মিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৮ এএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৭ এএম

দায়িত্বে মনোযোগী মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানের বা পণ্যের শুভেচ্ছাদূত হচ্ছেন। দেশে মিমই বর্তমানে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের বা পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তিনি বতর্মানে প্রায় ১০টি প্রতিষ্ঠানের বা পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন বলে জানিয়েছেন। এরই মধ্যে নতুন আরও একটি প্রতিষ্ঠান অর্থাৎ দেশের একটি শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন মিম।

জীবনে প্রথম মিম লাক্সের শুভেচ্ছাদূত হন। এর পর থেকে আজ অবধি ২০টির বেশি প্রতিষ্ঠান বা পণ্যের শুভেচ্ছাদূত হয়েছেন বলে জানান। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘লাক্স’, ‘ইউনিসেফ’, ‘বিভো’, ‘বায়োজিন’, ‘প্যারাস্যুট’, ‘ইমামী’, ‘গ্রামীণফোন’ ইত্যাদি।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘একটি প্রতিষ্ঠানের বা কোনো একটি পণ্যের শুভেচ্ছাদূত হতে পারা আসলে সহজ কোনো বিষয় নয়। যারা আমাকে চূড়ান্তভাবে নির্বাচন করেন তারা আমার ব্যাপারে বেশ ভালোভাবে খোঁজখবর নিয়েই কিন্তু তাদের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করেন। এখানে অনেক দায়িত্ব পালন করতে হয়। নিজের ইমেজ কাজে লাগাতে হয়। আমি এখন পর্যন্ত যাদের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছি, প্রতিটি প্রতিষ্ঠানের জন্যই নিবেদিত হয়ে কাজ করেছি। এখনও ঠিক তাই করছি। কারণ আমি মনে করি একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে কাজ করা মানে তাদের হয়েই কাজ করা। তাতে যতটা কষ্টই হোক আমি করি। আমি সব সময়ই আমার দায়িত্বে শতভাগ সৎ। যে কারণে আমি সবার দোয়া, ভালোবাসায় আজকের এ অবস্থানে আসতে পেরেছি।’

‘প্রতিবার নতুন প্রতিষ্ঠানের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হই, নতুন আরেক দিগন্তের সূচনা হয়। নতুন করে আমি আমার নিজেকে জানি, বুঝি’Ñ যোগ করেন নায়িকা।

এদিকে আজ মিম অভিনীত অন্তর্জাল সিনেমাটি মুক্তি পাচ্ছে। হলে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন নায়িকা।

অন্যদিকে ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে সঞ্জয় সমাদ্দার পরিচালিত জিৎ ও মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। এ ছবিটি নিয়েও বেশ আশাবাদী মিম।

তার অভিনীত সবশেষ সিনেমা ‘পরাণ’। এতে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। ২০২২ সালের সেরা অভিনেত্রী হিসেবেও ভূষিত হয়েছেন তিনি একটি জরিপে। অনেকেই আশা করছেন পরাণে অভিনয়ের জন্য মিম আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যেতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা