× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেমন চলছে অন্তর্জাল, আসবে দ্বিতীয় পর্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৩ এএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৪ এএম

কেমন চলছে অন্তর্জাল, আসবে দ্বিতীয় পর্ব

অনেক প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলারধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি দেশের ৩৪টি হলে মুক্তি পেয়েছে। পাশাপাশি চলবে কানাডা ও আমেরিকার ১৫০টি হলে। দীর্ঘদিন ধরেই সিনেমাটি মুক্তির মিছিলে ছিল। অবশেষে এটি আলোর মুখ দেখল। গেল ২২ সেপ্টেম্বর এটি হলে এসেছে। কেমন চলছে ‘অন্তর্জাল’?

খোঁজ নিয়ে দেখা গেল, বাজেট ও প্রত্যাশা অনুযায়ী সিনেমাটি সাড়া ফেলেনি। ঢাকার সিনেপ্লেক্সগুলোতে কিছু দর্শক পেলেও সাধারণ হলগুলোর রিপোর্ট আশাব্যঞ্জক নয়। তবে যেসব রিভিউ পাওয়া গেছে প্রায় সবাই ছবির প্রশংসা করেছেন। এর মৌলিক গল্প, নির্মাণশৈলী, অভিনয়গুণ, ভিএফক্সের কাজ দর্শকের মন ছুঁয়েছে। ছবিটি নির্মাণের সঙ্গে সম্পৃক্ত সরকারের আইসিটি ডিভিশন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটি ৭ বার দেখেছেন জানিয়ে এক বিশেষ প্রদর্শনী শেষে বলেন, ‘একজন সিনেমাপ্রেমী দর্শক হিসেবে আমি পুরোটা সময় স্ক্রিনে আটকে ছিলাম। আমাদের নতুন প্রজন্মের আর্টিস্টরা এবং অন্তর্জাল সিনেমার সম্পূর্ণ টিম চমৎকার কাজ করেছে; সিনেমাটির স্ক্রিন প্লে, স্টোরি টেলিং, ডিরেকশন, মিউজিকসহ সবকিছুর সমন্বয়ে একটা নিখুঁত সিনেমা হয়েছে। আমাদের অর্থনীতির পাশাপাশি সামাজিক ও বিনোদনের মাধ্যমেরও একটা প্যারাডাইম শিফট হচ্ছে, আর এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে ‘অন্তর্জাল’ সিনেমা। এটি একটি নতুন প্রজন্মের সিনেমা, ভিন্নধারার সিনেমা; আমি বিশ্বাস করি আমাদের দেশের সিনেমাপ্রেমী দর্শকরা হলে এসে সিনেমাটি উপভোগ করবে।’ তিনি সিনেমাটির ২ পর্ব আসবে বলেও ঘোষণা দিলেন। প্রতিমন্ত্রী বললেন, ‘আমার মাথায় একটা প্লট আছে, এখন প্রকাশ করব না। দীপংকর দীপন দাসহ আমাদের আর্টিস্ট সবাইকে নিয়ে বসব। অবশ্যই আমাদের একটা স্বপ্ন আছে, ‘অন্তর্জাল ২’ আসবে।’ রাজিব হাসান নামে এক দর্শক পরিবার নিয়ে ‘অন্তর্জাল’ উপভোগ করেছেন। তিনি লিখেছেন, ‘প্রথমেই বলতে হয়, সিনেমার দৃশ্যায়ন খুবই ঝকঝকে ও আধুনিক। সার্ভার রুম, কম্পিউটার অপারেশন সেন্টার এসব হিসাবে যা দেখানো হয়েছে, হলিউডের সিনেমার সঙ্গে তা তুলনীয়। পুরো সিনেমাটা এক অর্থে কুলÑ যেকোনো আধুনিক হলিউডি টেকি মুভির সঙ্গে পাল্লা দিতে পারবে।’

নিউ ইয়র্কের প্রবাসী দর্শক মমর লিসা ফেসবুকে ছবিটি দেখে অনুভূতি জানিয়েছেন। তিনি ‘অন্তর্জাল’-কে ১০ এর মধ্যে ৮.৫ রেটিং দিয়ে লেখেন, ‘খুবই গোছানো একটা সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। আমি ইদানীং যেকোনো কন্টেন্ট দেখতে বসলে বারবার ডিসট্র্যাক্ট হয়ে যাই। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে খুবই কম এমন হয়েছে যে, মনোযোগ সরাতে পেরেছি। সবচেয়ে ভালো লেগেছে ছোট ছোট চরিত্রগুলোও বেশ ভালো অভিনয় করেছে এবং কোনো কিছুই অতিরঞ্জিত লাগেনি। আর গানগুলোও খুব সুন্দর ছিল।’ তরুণ গ্রোগ্রামার লুমিন, সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞ নিশাদ কিংবা রোবোটিকস প্রকৌশলী প্রিয়মÑ চারপাশের চেনা চরিত্রগুলোকে পর্দায় প্রাণ দিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। সাইবার জগতের কারিকুরি নিয়ে নির্মিত হয়েছে অন্তর্জাল। দীপংকর দীপন দাবি করেন, এতে এমন কিছু বিষয় তুলে আনা হয়েছে, যেগুলো বাংলা সিনেমায় আসেনি। তিনি বলেন, ‘হ্যাকাথন নিয়ে সাধারণ মানুষের খুব একটা ধারণা নেই। বাংলাদেশের সিনেমায় এটি সেভাবে আসেনি। আমি নিজেও হ্যাকাথন সম্বন্ধে খুব একটা জানতাম না। গবেষণা করতে গিয়ে জানলাম, বাংলাদেশে হ্যাকাথন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশে বহু প্রোগ্রামার রয়েছেন, তবে প্রোগ্রামারের জীবনসংগ্রামকে চলচ্চিত্রে দেখিনি। পর্দায় আশপাশের সেই না-দেখা গল্পই তুলে ধরেছি।’

লুমিনকে রাজশাহীতে গিয়ে ‘কুড়িয়ে’ পেয়েছেন দীপন, তার আদলে চরিত্রটি নির্মাণ করা হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। নিশাদ চরিত্রে বিদ্যা সিনহা মিম, প্রিয়ম চরিত্রে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। ছবিটিতে আরও আছেন এবিএম সুমন। ৬ কোটি বাজেটের সিনেমাটি বিদেশে রপ্তানি করেছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তর আমেরিকার হলগুলোতে ভালো সাড়া পেয়েছে অন্তর্জাল। দুয়েক দিনের মধ্যেই আসবে সেসব হলের বক্স অফিস রিপোর্ট। তবে অনেকে মনে করছেন প্রচারণায় পিছিয়ে আছে। তাই এটি প্রত্যাশা অনুযায়ী দেশে দর্শক টানতে পারছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা