প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম
জাতীয় চলচ্চিত্র
পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। কিছুদিন আগেই শেষ করেছেন মাসুদ পথিকের পরিচালনায়
জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে নির্মিত ‘বক’ সিনেমার কাজ। এবার শাহরিয়ার নাজিম জয়ের
পরিচালনায় ‘শোধ’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করলেন তিনি। এরই মধ্যে শুটিং শেষ করেছেন।
মানিকগঞ্জ ও গাজীপুরের
বিভিন্ন লোকেশনে ওয়েব ফিল্মটির কাজ সম্পন্ন হয়েছে বলে জানান রুনা খান।
এ ওয়েব ফিল্মে
দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে রুনা খানকে। তিনি বলেন, ‘আমি সব সময় অভিনয়ে চ্যালেঞ্জ
নিতে ভালোবাসি। তাই চ্যালেঞ্জ নিয়েই শোধ নামে ওয়েব ফিল্মে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি।
একটি গ্রামের গৃহবধূ, অন্যটি শহরের আধুনিক নারী। দুটি চরিত্রে অভিনয় করতে আমাকে বেশ
শ্রম দিতে হয়েছে। কিন্তু ভীষণ ভালো লেগেছে। কাজটি আমি বেশ উপভোগ করেছি। আশা করা যায়
এ ওয়েব ফিল্মটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। কারণ শোধের গল্প আমাদের আশপাশের চেনাজানা;
যা মানুষের মনে প্রভাব ফেলবে। যে কারণে দর্শক আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন শোধ উপভোগ
করার জন্য। সামনে আরও ভালো গল্পের কিছু চ্যালেঞ্জিং কাজ আছে। এখন সেসব কাজের জন্য পরিকল্পনা
করছি নিজেকে আরও কতটা ভালোভাবে উপস্থাপন করা যায়।’
এদিকে কবি জীবনানন্দ
দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ পথিকের বক সিনেমাটি।
যেখানে সুরুজ নামে এক পাখি শিকারির স্ত্রী সবিতা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। বদরুল
আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ সিনেমায় অভিনয়
করে প্রশংসিত হন রুনা খান।
হালদায় অভিনয়ের
জন্য রুনা প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। নাটকে অভিনয় যে রুনা ছেড়ে
দিয়েছেন এমনটি নয়। ভালো গল্প-চরিত্র পেলে তিনি তাতে অভিনয় করবেন বলেও জানান।