× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ আসছে সিয়াম-ফারিণের সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৮ এএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৪ এএম

আজ আসছে সিয়াম-ফারিণের সিনেমা

চরকির জন্য মিজানুর রহমান আরিয়ান এ পর্যন্ত নির্মাণ করেছেন দুটি সিনেমা। ২০২১ সালে ‘নেটওয়ার্কের বাইরে’ দেখে দর্শক যেমন কেঁদেছেন, তেমন ২০২৩-এ এসে ‘উনিশ২০’ দিয়ে দর্শক ভেসেছেন ভালোবাসার ছন্দে। আরিয়ান এবার নতুন করে আনছেন চরকি অরিজিনাল সিনেমা ‘পুনর্মিলনে’ প্রেজেনটেড বাই বার্জার পেইন্টস, পাওয়ারড বাই চিলক্স। এটি আজ থেকে দেখা যাবে চরকিতে।

এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।

কাজটি নিয়ে বেশ এক্সাইটেড অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোটপর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রতিটি কাজের কথা মনে রেখেছেন।’

ফারিণের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে যারপরনাই আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এ সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবেন। দর্শক নিজেকে আবিষ্কার করবেন ভালোবাসার এক পুনর্মিলনে।’

ছোটপর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। দর্শকের হৃদয়ে পৌঁছে গেছেন নিজ অভিনয়গুণে। কিছুদিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে নেটিজেনদের মনে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।

ফারিণ নতুন এ কাজটি নিয়ে বলেন, ‘পুনর্মিলনে-এর গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। তিনি খুব অবজারভ্যান্ট পারসন। আশা করছি, ভালো একটা কাজ হতে চলেছে। আর আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করলে প্রতিবারই নতুন ভালো অভিজ্ঞতা হয়, নতুন কিছু শেখা যায়।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না সেটা হলো কাজিনদের বন্ধুত্বের। এবার আমার গল্প হলো কাজিনদের বন্ধুত্ব নিয়ে। আমাদের ফান, ফূর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে। সিনেমাটা দর্শক একাও দেখতে পারবেন আবার পরিবার, বন্ধু, কাজিন সবাইকে নিয়েই উপভোগ করতে পারবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা