প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম
এই উপমহাদেশে যারা জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছেন, তাদের বেশির ভাগেরই আদর্শ নির্মাতা সত্যজিৎ রায়। কিংবদন্তি এই নির্মাতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে বাংলাদেশের প্রসূন রহমান নির্মাণ করেছেন ‘প্রিয় সত্যজিৎ’ নামের চলচ্চিত্র। নির্মাণের পর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
এবার সিনেমাটি যাচ্ছে টরন্টো ও শিকাগোতে। সেখানে দুটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘প্রিয় সত্যজিৎ’। এই তথ্য নিশ্চিত করেছেন এর নির্মাতা প্রসূন রহমান।
তিনি জানান, গত নভেম্বরে কানাডার ভ্যাংকুবার চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ট্রিবিউট ফিল্ম 'প্রিয় সত্যজিৎ'এর। এরপর ব্রাজিল, পর্তুগাল সহ প্রদর্শিত হয় ইটালির ফ্লোরেন্স, ভারতের কেরালা, জয়পুর এবং দিল্লিতে। পেয়েছে একাধিক সম্মাননা ও পুরস্কার। এবার প্রদর্শিত হতে যাচ্ছে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভাল এবং শিকাগো দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে।
টরন্টো উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে ছবিটি প্রদর্শিত হবে স্কারবরোতে অবস্থিত অডিওন সিনেপ্লেক্সে। আগামীকাল ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে সিনেমাটি দেখানো হবে।
শিকাগো উৎসবেও প্রদর্শিত হবে উৎসবের শেষদিন আগামী ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায়, নগরীর শোপ্লেস আইকন থিয়েটারে।
প্রসূন বলেন, ‘‘প্রিয় সত্যজিৎ’ উদযাপনের চলচ্চিত্র। সাহিত্য, সিনেমা, সংগীত, চিত্রকলা ও অন্য সকল সৃজনশীল প্রক্রিয়ার মাঝে, জীবন ও শিল্পকে সমান্তরাল প্রবাহে উপলব্ধি করবার চলচ্চিত্র। এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট ফিল্ম হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্রও নয়। সত্যজিৎকে সঙ্গী করে, সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি আমাদের ভালোবাসা জানানোর চলচ্চিত্র।’
গত জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্টে দেশের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হলেও ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে এর প্রিমিয়ার আয়োজিত হয় এবং আনুষ্ঠানিকভাবে জানানো হয় জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। বড় বাজেটের চলচ্চিত্রের ভিড়ে চলচ্চিত্রকারের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রটির প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারটি ঝুলে আছে অনেকদিন ধরে। তবুও নির্মাতার প্রত্যাশা, খুব শিগগিরই হয়তো দর্শকের সামনে আসবে চলচ্চিত্রটি।