প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৭ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম
দেশের বিনোদন ইন্ডাস্ট্রির আলোচিত জুটি অভিনেত্রী পরীমনি ও শরিফুল রাজ। চলচ্চিত্রের চেয়ে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকতে দেখা যায় তাদের। বারবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে এবার তাদের সংসার অবশেষে ভেঙেই গেল। চিত্রনায়িকা পরীমনি অভিনেতা শরীফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন। গণমাধ্যমের হাতে সেই তালাকের কপি এসে পৌঁছেছে।
তালকনামায় বিচ্ছেদের জন্য চারটি কারণ উল্লেখ করেছেন পরীমনি। প্রথমত, তাদের মতের মিল হচ্ছিল না। দ্বিতীয়ত, কোনো কিছু নিয়েই বনিবনা হচ্ছিল না। তৃতীয়ত, রাজ তার ও সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন না এবং চতুর্থত, নায়িকা মানসিক অশান্তিতে ভুগছিলেন। সে কারণে ১৮নং কলাম অনুযায়ী পরীমনি বিবাহবন্ধন ছিন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
যদিও এই নায়িকা আরও মাস ছয়েক আগেই জানান যে রাজের সঙ্গে তিনি এই অসুস্থ সম্পর্কটাকে আর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে চান না। একই কথা বলেছিলেন রাজও।
এ প্রসঙ্গে জানতে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মাত্র ঘুম থেকে উঠছি। উঠেই দেখি অনেকেই আমাকে কল দিয়েছে। যা দেখে আতঙ্কিত হয়ে যাই। এরপর সবার সঙ্গে যোগাযোগ করলে শুনি পরী নাকি আমাকে তালাকনামা পাঠিয়েছে। যা শুনে আমি চমকে যাই। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’