প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৮ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম
দেশের বিনোদন ইন্ডাস্ট্রির আলোচিত জুটি অভিনেত্রী পরীমনি ও শরিফুল রাজ। চলচ্চিত্রের চেয়ে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকতে দেখা যায় তাদের। বারবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে এবার তাদের সংসার অবশেষে ভেঙেই গেল। চিত্রনায়িকা পরীমনি অভিনেতা শরীফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন। গণমাধ্যমের হাতে সেই তালাকের কপি এসে পৌঁছেছে।
পরীমনি ও রাজের এই বিচ্ছেদকাণ্ড নিয়ে পরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে যোগাযোগের সকল মাধ্যম বন্ধ পাওয়া যায়। এরপর রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলনে, ‘আমি মাত্র ঘুম থেকে উঠছি। উঠেই দেখি অনেকেই আমাকে কল দিয়েছে। যা দেখে আতঙ্ক হয়ে যাই। এরপর সবার সঙ্গে যোগাযোগ করলে শুনি পরী নাকি আমাকে তালাকনামা পাঠিয়েছে। যা শুনে আমি চমকে যাই। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
এর আগেও একাধিকবার রাজ-পরীমনির সংসারে ভাঙনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য। সন্তান জন্মের বছরখানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।