× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রদ্ধায় স্মরণে সালাহউদ্দিন জাকী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩০ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪২ পিএম

শ্রদ্ধায় স্মরণে সালাহউদ্দিন জাকী

দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

১৯৮০ সালে ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ঘুড্ডি দিয়ে দর্শকের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সে সময় ঘুড্ডিতে অভিনয় করে তারকা বনে যান অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। তাই নির্মাতার মৃত্যুতে দুজনই শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে জানিয়েছেন শোকবার্তা।

রাইসুল ইসলাম আসাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জাকী ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনলাম। আমি তাকে হৃদয় থেকে শ্রদ্ধা ও ভালোবাসতাম। তার মৃত্যু আমার জন্য মেনে নেওয়া কঠিন। সাদাকালোর যুগ থেকে রঙিন যুগেও আমাদের সম্পর্কে কোনো ঘাটতি ছিল না। তার মতো মনের মানুষ এ ইন্ডাস্ট্রিতে আমার নেই বললেই চলে। তার আত্মার শান্তি কামনা করছি। এখন আপনি ঘুড্ডির মতোন উড়ে বেড়ান জাকী ভাই।’

সুবর্ণা মুস্তাফা সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে স্মরণ করে সুবর্ণা লেখেন ‘১৩ তারিখ রাতেও কথা হলো, বুঝিনি এটাই শেষবার! ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। আমি কেবল গ্রহণই করেছি আপনার আদর, আপনার ভালোবাসা ও শিক্ষা। আবার অভিভাবকশূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি... পরম শ্রদ্ধা।’

১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন জাকী। তার এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনই কানাডায় থাকেন। জানা গেছে, তাদের দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

সম্প্রতি তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি ‘অপরাজেয় একা’, অন্যটি ‘ক্রান্তিকাল’। গত শতকের নব্বইয়ের দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা