× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসার আক্রান্ত আফরোজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:০১ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৩ এএম

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসার আক্রান্ত আফরোজা

আফরোজা হোসেন। একাধারে একজন সংগ্রামী মা, একজন গুণী অভিনেত্রী। গেল বছর সেপ্টেম্বরে তার ইউটেরাসে ক্যানসার ধরা পড়ে। তা এখন মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ছে একটু একটু করে। দুই ছেলের এবং নিজের যা ছিল তা দিয়ে কোনোরকম চিকিৎসা করে গেছেন আফরোজা।

তার এ বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে অভিনয় শিল্পী সংঘ। এর সভাপতি আহসান হাবিব নাসিম, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী করও ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন। নাসিম, ঊর্মিলা অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে চেষ্টা করছেন সবার সাধ্যের মধ্যে থেকে আফরোজা হোসেনকে সহযোগিতা করার। কিন্তু তা দিয়ে তার পুরো চিকিৎসা চালিয়ে নেওয়াটা অনেক কঠিন। পাশাপাশি সংসারের খরচ তো রয়েছেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছেন আফরোজা হোসেন। তিনি বলেন, ‘আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমার অভিনয় শিল্পী সংঘ-পরিবারের প্রতি। তাদের কাছে আমি ঋণী। প্রতিনিয়তই তারা আমার খোঁজখবর রাখছেন। বিশেষভাবে কৃতজ্ঞ নাসিমের কাছে। তবে নিজের ক্যানসার দূর করতে যে ব্যয় হচ্ছে তা পেরে ওঠা আমার জন্য সত্যিই খুব কঠিন। তাই আমাদের সবার প্রিয় মমতাময়ী মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আর্থিক সহযোগিতা পরম বিনীতভাবে কামনা করছি। আমার বিশ্বাস তিনি আমার এ দুঃসংবাদটি শুনলে আমাকে নিরাশ করবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা চাইছি। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’

আজ থেকে বহু বছর আগে বয়স্ক শিক্ষাকে আনন্দময় করে তুলতে ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় মামুনুর রশীদ নির্মাণ করেছিলেন ‘আনন্দ পাঠ আসর’ ধারাবাহিক নাটক। এটিই ছিল আফরোজার প্রথম নাটক। এরপর তিনি মামুনুর রশীদেরই ‘ঠ্যাটারু’ নাটকে অভিনয় করেন। পরে জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ আরও অনেকের নাটকে অভিনয় করেন। অনন্য মামুনের ‘আবার বসন্তে’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। আফরোজা হোসেনের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা