× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডেডপুল ৩’ সিনেমায় ড্যানিয়েল র‍্যাডক্লিফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৬ পিএম

‘ডেডপুল ৩’ সিনেমায় ড্যানিয়েল র‍্যাডক্লিফ

হ্যারি পটার তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। দীর্ঘদিন ধরে হলিউডভিত্তিক গণমাধ্যমজুড়েডেডপুল ৩’ সিনেমায় তার অভিনয়ের বিষয়ে গুঞ্জন চলছিল। অবশেষে গুঞ্জন সত্যি হলো। এবার হলিউড অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে এক হয়েডেডপুল ৩’ সিনেমায় পর্দা কাঁপাবেন তিনি। বিষয়টি হলিউড রিপোর্টারকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শন লেভি।

ডেডপুল সিরিজটি হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির একটি। ইতোমধ্যে সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার আসছে তৃতীয় পর্ব। সিনেমাটির শুটিং শুরুর আগেই নির্মাতা আভাস দিয়েছিলেন এবারের পর্বটি হবে আগের দুটির চেয়ে একদমই আলাদা। সেই ধারাবাহিকতায় হিউ জ্যাকম্যানের পর এবার ড্যানিয়েল র‍্যাডক্লিফকে সিনেমায় যুক্ত করা হয়েছে। র‍্যাডক্লিফের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে নির্মাতা শন লেভি বলেন, ‘আমাদের আগের দুটি সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা তৃতীয় পর্ব নিয়ে অনেক দিন ধরে গবেষণা করেছি। দর্শকদের নতুন কিছু উপহার দিতে পরামর্শ করেছি। সিনেমাটি আরও বেশি জমজমাট করতে হিউ জ্যাকম্যানের পর এবার ড্যানিয়েল র‍্যাডক্লিফকে আমরা যুক্ত করেছি। এরা দুজনেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা রায়ান রেনল্ডসের সঙ্গে এক হয়ে ডেডপুল ভক্তদের এন্টারটেইন করবেন।

সিনেমার শুটিং অনেক আগেই আমরা শুরু করে দিয়েছিলাম। এবার ড্যানিয়েলের পর্বের শুটিংয়ের প্রস্তুতি শুরু হবে। আশা করছি, তারকায় ভরা এবারের পর্বটি আগের সব পর্বের ইতিহাস ভেঙে দেবে।’

তিনি আরও জানান, ‘ডেডপুল ৩’ সিনেমাটি আগামী বছরের মে মাসের তারিখে মুক্তি পাবে।

ডেডপুল হচ্ছে সুপারহিরোভিত্তিক সিনেমা। এর প্রথম পর্ব ২০১৬ সালে মুক্তি পায়। এটি এক্স মেন ফিল্ম সিরিজের অষ্টম সিনেমা। প্রথম পর্বটি নির্মাণ করেন টিম মিলার। এরপর ২০১৮ সালে মুক্তি পায় এর দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব নির্মাণের দায়িত্বে ছিলেন ডেভিড লিচ। এবার তৃতীয় পর্ব পরিচালনা করবেন শন লেভি। রায়ান, ড্যানিয়েল হিউ জ্যাকম্যান ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে লিসলে উগামস, মরেনা ব্যাকারিন, এমা করিন, ওন উইলসন টম হিডেলস্টোনদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা