× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সেম টু সেম’ নাটকে নিলয়-হিমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০১ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৪ পিএম

 ‘সেম টু সেম’ নাটকে নিলয়-হিমি

ছোটপর্দায় এ সময়ের দর্শকপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তারা প্রথম আলোচনায় আসেন আরিহা চৌধুরী রচিত ও আদর সোহাগ পরিচালিত ‘বিয়ের পরীক্ষা’ নাটকে অভিনয় করে।

এরপর দুজন একের পর এক অভিনয় করেছেন ‘আক্কাস এখন আমেরিকা’, ‘আমরা গরীব’, ‘আমেরিকান গেস্ট’, ‘হবু ঘর জামাই’, ‘মিসেস ডিস্টার্ব’, ‘গলার কাঁটা’, ‘লাভ ইউ ম্যাডাম’, ‘দেশি মুরগী’, ‘আজব প্যারা’, ‘জামাই শ্বশুর ৪২০’, ‘কিউট প্রেমিক’, ‘রেডিম্যাড ঝামেলা’, ‘তরী’, ‘পরাণ পাখি’, ‘বিয়ে করবোই’, ‘ডাবল ডোজ’, ‘কুলির প্রেম’, ‘ওয়েলকাম ডাক্তার’, ‘জামাই আাতঙ্ক’, ‘ফ্যামিলি ট্রাবল’, ‘স্বামী ভক্ত বউ’, ‘ঠোঁট কাটা জামাই’সহ শতাধিক নাটকে। এসব নাটকের প্রায় সবই হাস্যরসে ভরপুর গল্প ও চরিত্রনির্ভর। দর্শকও লুফে নিয়েছেন প্রকাশ হতেই।

ভিউর এই যুগে তাদের অভিনীত নাটকগুলো শুধু ভিউর ওপর ভিত্তি করেই যে দর্শকপ্রিয়তা বিবেচনা করা হচ্ছে এই জুটির, এমনটি নয় বরং রোমান্টিক, কমেডি ঘরানার নাটকে অভিনয় করতে করতে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। দুজন দর্শকের প্রিয় জুটিতে পরিণত হয়েছেন। 

সর্বশেষ গতকাল তারা দুজন শেষ করেছেন আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘সেম টু সেম’ নাটকের কাজ। নিলয় আলমগীর বলেন, ‌‘আমার এবং হিমির প্রথম দর্শকপ্রিয়তা পাওয়া নাটক ছিল বিয়ের পরীক্ষা। এরপর আসলে দর্শকেরই আগ্রহে প্রযোজক পরিচালক আমাদেরকে জুটি হিসেবে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করতে থাকেন। এভাবে যে কাজ করতে আমরা দুজন জুটি হিসেবে ১০০রও বেশি নাটকে অভিনয় করে ফেলব তা আসলে ভাবা হয়নি। কদিন আগেই যখন বিষয়টি সামনে এলো তখন আমরা দুজনই অবাক হয়েছি। বিস্মিত হয়েছি দর্শকের ভালোবাসায়। কারণ দর্শকের যদি আমাদের জুটির প্রতি আগ্রহ-ভালোবাসা না থাকত তাহলে তো এত কাজ করা সম্ভব ছিল না। হিমিকে ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে যাওয়ার জন্য।’ 

হিমি বলেন, ‘আমি আর নিলয় ভাই দেখতে দেখতে এতগুলো নাটকে অভিনয় করে ফেলেছি এটা সত্যি দারুণ ব্যাপার। দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তাদের কারণেই শতাধিক নাটকে আমাদের জুটি হয়ে কাজ করা হলো। আগামীতেও আমরা ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।’

এ জুটির নতুন নাটক ‘সেম টু সেম’ শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক আদিবাসী মিজান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা