× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকের অপেক্ষায় নূর-সাবা জুটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩১ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪০ পিএম

অভিষেকের অপেক্ষায় নূর-সাবা জুটি

সিনেমায় নতুন জুটি হয়ে আসছেন দুই বাংলার নন্দিত অভিনেতা গাজী আবদুন নূর ও বাংলাদেশের নন্দিত অভিনেত্রী সোহানা সাবা। অরুণা বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান ও অরুণার প্রযোজনায় নির্মিত ‘অসম্ভব’ সিনেমায় নূর ও সোহানা সাবাকে একসঙ্গে অভিনয়ে দেখা যাবে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান অরুণা বিশ্বাস।

তিনি বলেন, ‘সোহানা সাবা ও নূর দুজনই নিজেদের চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। তাদের দুজনের অভিনয়ে আমি সন্তুষ্ট, নির্মাতা হিসেবে তৃপ্ত। শুটিংয়ের সময় দুজনই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। জুটি হিসেবে তারা দর্শকের মনে দাগ কাটবেন বলে আমি আশাবাদী।’

সোহানা সাবা বলেন, ‘শ্রদ্ধেয় অরুণা দিদির পরিচালনায় সিনেমায় অভিনয় করেছি, এটা সত্যিই আমার পরম ভালোলাগা। আমরা যারা নিয়মিত অভিনয় করি তাদের কিছু স্বপ্নের চরিত্র থাকে। অসম্ভব সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, বলা যায় এটি আমার স্বপ্নের চরিত্র। কাজটি করার সময় চরিত্রটি আমি দারুণ উপভোগ করেছি। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আয়োজনের দিক দিয়ে দিদি কোনো ঘাটতি রাখেননি। যে কারণে আমার কাছে মনে হয়েছে এটি একটি পরিপূর্ণ সিনেমা এবং আমার বিশ্বাস দর্শকের সিনেমাটি ভালো লাগবে।’

বাংলাদেশে নূরের এটিই প্রথম সিনেমা নয়। এর আগে তিনি নারগিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ সিনেমায় অভিনয় করেছিলেন। নূর বলেন, ‘গল্প, সেট, অরুণা দিদির নির্দেশনা, সহশিল্পীদের অভিনয়, প্রত্যেকের একের প্রতি অন্যের সহযোগিতা সব মিলিয়েই অসম্ভব ছবিতে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা সিনেমা মুক্তির পর দর্শকই ভালো বলতে পারবেন।’

অসম্ভব সিনেমায় আরও অভিনয় করেছেন আবুল হায়াত, জ্যোৎস্না বিশ্বাস, শাহেদ শরীফ খান, স্বাগতা, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা