প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০০ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৩ পিএম
বহু জনপ্রিয় নাটকের
রচয়িতা ও পরিচালক সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিকের ৩০০তম
পর্ব প্রচার হবে আজ রাত ১০টায় আরটিভিতে। সপ্তাহের প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার একই
সময়ে একই চ্যানেলে ধারাবাহিকটি প্রচার হয়ে আসছে কিছুদিন ধরে। সেই ধারাবাহিকতায়ই আজ
৩০০তম পর্ব প্রচার হবে।
ধারাবাহিকটিতে
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, ঊর্মিলা, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা
সুলতানা মৌ, হোসনে আরা পুতুল, আরফান আহমেদ, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলামসহ আরও
অনেকে।
ধারাবাহিক নাটকটি
এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। কিছু কিছু চরিত্রও দারুণ আলোচনায় এসেছে। যে কারণে সেসব
চরিত্রে যারা অভিনয় করছেন তারাও এ নাটকে অভিনয়ের জন্য দারুণ সাড়া পাচ্ছেন। পরিচালক
সঞ্জিত সরকার বলেন, ‘আমার প্রতিটি নাটকের জন্যই আমি আসলে দর্শকের কাছ থেকে বেশ ভালো
সাড়া পেয়ে থাকি। কখনোই নাটক রচনা বা নির্মাণ করা থেকে অনেক বেশি লাভের প্রত্যাশা করি
না। শিল্পীদের সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের কাছ থেকে আমার মনের মতো অভিনয়ই আদায় করার
চেষ্টা করি। যথারীতি এ নাটকে যারা অভিনয় করছেন প্রত্যেকেই যার যার চরিত্রে এক কথায়
অসাধারণ অভিনয় করছেন। যে কারণেই আসলে নাটকটি অনেক ধারাবাহিক নাটকের ভিড়ে জনপ্রিয়তা
পেয়েছে।’
নাটকটিতে অভিনয়
প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘সঞ্জিত দাদা খুবই ভালো মনের একজন মানুষ। যেহেতু নিজেই
নাট্যকার এবং নির্দেশক, তাই তিনি জানেন শিল্পীর কাছে কী চান। সেভাবেই তিনি শিল্পীদের
কাছ থেকে ধরে ধরে চরিত্র বুঝে অভিনয় বের করে আনার চেষ্টা করেন। যার রেসপন্স কিন্তু
আমরা প্রতিনিয়তই পাচ্ছি। সঞ্জিত দা সত্যিই একজন মেধাবী পরিচালক।’
ঊর্মিলা শ্রাবন্তী
কর বলেন, ‘সঞ্জিত দাদার এর আগের ধারাবাহিক চিটিং মাস্টারে আমাকে নিতে চেয়েছিলেন। কিন্তু
সে সময় তা করা হয়ে ওঠেনি। কিন্তু এই ধারাবাহিকের শুরু থেকে মূলত দাদারই আগ্রহে আমি
অভিনয় করছি। আমি বলা যায় আমার অভিনয় জীবনের শুরু থেকেই একক নাটক, ধারাবাহিক নাটকে সমানতালে
অভিনয় করেছি, যাতে অভিনয়টা রপ্ত হয় আমার। ২০১৮ সাল পর্যন্ত ধারাবাহিক নাটকের গল্পে
এক ধরনের ভালোলাগা ছিল। অনেক পরে এসে সঞ্জিত দার ধারাবাহিকে এসে তা পেলাম। এ নাটকে
অভিনয়ের জন্য আমি চরিত্রের নাম ধরে সাড়া পাই।’