× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পেয়েছে চার বন্ধুর ‘পারবে না ফিরতে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:০১ পিএম

মুক্তি পেয়েছে চার বন্ধুর ‘পারবে না ফিরতে’

চার বন্ধু মিলে গড়ে তোলে ব্রহ্মপুত্র বাংলাদেশ। গান ও নদীর মতোই চলে বলেই নদীর নামে চার বন্ধুর এই ব্যান্ডের নাম ব্রহ্মপুত্র। চারজনই জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী সুরকার ও গীতিকার। দুজন তো সংগীতের জন্য ছেড়েছেন বিদেশ ও চাকরি। সংগীতের টানে বিদেশ ছেড়ে চলে এসেছেন বাংলাদেশে শেকড়ের টানে। বাংলা গানই তাদের শেকড়। সৈয়দ রেজা আলী, সাকী ব্যানার্জী, রিয়াদ ও অপূর্ব চার বন্ধুর ব্রহ্মপুত্র। তারা চারজন ব্যান্ডশিল্পী হিসেবে জনপ্রিয়। সবারই আছে অসংখ্য জনপ্রিয় গান। 

চারজন বন্ধুর এই ব্যান্ড ব্রহ্মপুত্র মুক্তি দিয়েছে 'পারবে না ফিরতে' শিরোনামের একটি গান। গানটি লিখেছেন ও সংগীত আয়োজন করেছেন সাকী এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা চার বন্ধু। গানটি সম্প্রতি ব্রহ্মপুত্র বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটি নিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশের অন্যতম সদস্য সৈয়দ রেজা বলেন, ‘আমরা চার বন্ধু আড্ডার ফাঁকে ফাঁকে গানটি করেছি। গানটি করার সময় আমরা প্রচুর সিরিয়াস ছিলাম। কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমরা ভীষণ আনন্দ নিয়ে কাজ করেছি। আশা রাখি, দর্শকদের পছন্দ হবে এবং আগামীতে যেন দর্শকদের আরও ভালো গান উপহার দিতে পারি।’

ব্রহ্মপুত্র বাংলাদেশের আরেক সদস্য সাকী বলেন, ‘আমরা গানটা করার আগে ভেবেছিলাম একটা এমন গান করব যেটা শ্রোতাদের সহজভাবে ভাবাবে। এই গান আসলে আয়নার মতো। গানটা করতে অনেক ভালো লেগেছে। এটাই আমাদের সব থেকে বড় গান। শ্রোতারা গানটি শুনবেন এমনটাই আশা।’

আরেক সদস্য রিয়াদ বলেন, ‘গানটির শুরু থেকে শেষ অবধি শ্রোতাদের একটি উপলব্ধির মধ্য দিয়ে নিয়ে যাবে। গানটি নিয়ে সবাই কাজ করেছি, কেননা গানটা ছিল ব্যালেন্সড একটি গান; যে গানটায় অনেক কাজ ছিল সব সুক্ষ্ণভাবে করতে হয়েছে।’

অন্য আরেকজন সদস্য অপূর্ব তিনি সব ধরনের সংগীতপ্রেমীদের অবশ্যই একবার এই গান শোনার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, চার বন্ধুর ব্রহ্মপুত্র বাংলাদেশ ব্যান্ডের নতুন অ্যালবামের কাজ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা