× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ পুষ্পা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৫ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম

জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ পুষ্পা

বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছিল ভারতীয় সিনেমার বক্স অফিসে দক্ষিণের সিনেমার জয়জয়কার। কখনও তামিল, কখনও তেলেগু কখনও-বা মালায়লাম ভাষার সিনেমাগুলো দাপট দেখাচ্ছিল। তার সম্মুখে ম্লান হয়ে পড়েছিল হিন্দি সিনেমার বাজার বলিউড। হৃতিক রোশন, অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর কাপুররা তো বটেই, উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছিলেন না সালমান খান ও আমির খানের মতো তারকারাও।

অবশেষে চার বছরের বিরতি কাটিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান ফিরলেন ‌চলতি বছরের শুরুতেই ‌‘পাঠান’ নিয়ে। সেই সিনেমা দিয়ে বলা চলে বলিউডকে টেনে তুললেন। দুনিয়াজুড়ে সিনেমাটির আয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এবার তিনি ঝড় তুলেছেন ‘জওয়ান’ দিয়ে। মাত্র ৬ দিনেই ৬০০ কোটি টাকা আয় করে ফেলেছে সিনেমাটি।

এই সিনেমার সাফল্যে অভিভূত তারকারাও। অনেকেই শাহরুখ খানকে রকস্টার, সত্যিকারের কিং খান, বাদশাহ ইত্যাদি উপাধি দিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন ‘পুষ্পা’-খ্যাত তারকা আল্লু অর্জুন। শুধু শাহরুখকেই নয়, ‘জওয়ান’ ছবির টিমকে অভিনন্দন জানিয়েছেন এ অভিনেতা। 

তিনি টুইটে লিখেছেন, ‘‘এই বিশাল ব্লকবাস্টারের জন্য ‘জওয়ান’ টিমকে অভিনন্দন। পুরো কাস্ট, টেকনিশিয়ান, ক্রু ও প্রযোজকদের আন্তরিক শুভেচ্ছা।’’ আর শাহরুখ খানের জন্য অভিনেতা বলেন, ‘আপনার জন্য সত্যিই খুশি স্যার।’

এর পাশাপাশি পরিচালক অ্যাটলি, দীপিকা পাড়ুকোন ও নয়নতারারও ভূয়সী প্রশংসা করেন অভিনেতা।

প্রসঙ্গত, শাহরুখের এই অ্যাকশন-থ্রিলার মুক্তি পায় ৭ সেপ্টেম্বর।। শুরুতেই ‘পাঠান’ ছবির রেকর্ডও ভেঙে দেয় ‘জওয়ান’। বলিউডে এর আগে সবচেয়ে ওপেনিং করেছিল ‘পাঠান’। যে অঙ্কটা ছিল ৫৭ কোটি। ‘জওয়ান’ সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির ঘর ছাড়িয়ে যায়।

‘জওয়ান’ জ্বর থেকে বাদ যাননি ভারতের শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও। সম্প্রতি শাহরুখকে দেশের ‘জাতীয় সম্পদ’ ঘোষণার দাবি জানান তিনি। দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি ঘিরে উন্মাদনার ভিডিও গত শুক্রবার টুইটারে পোস্ট করেন আনন্দ। তাতে তিনি লেখেন, ‘প্রত্যেক দেশ নিজের প্রাকৃতিক খনিজ সম্পদকে আগলে রাখে। খনন করে তা তুলে রপ্তানি করে বিদেশে, যাতে সঞ্চিত বিদেশি মুদ্রার ভান্ডার ফুলে-ফেঁপে ওঠে। এবার হয়তো শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণার সময় এসেছে।’

‘বাহুবলী’খ্যাত নির্মাতা এসএস রাজামৌলিও শাহরুখ খানের প্রশংসায় মেতেছেন। তিনি বলেন, ‌‘এটাই প্রমাণ দিচ্ছে কেন শাহরুখ খান বক্স অফিসের বাদশাহ।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা