প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৫ এএম
বলিউড বাদশাহ শাওরুখ খানের ‘জওয়ান’ সিনেমা মুক্তির এখনো এক সপ্তাহ হয়নি। এরই মধ্যেই বলিউডের ইতিহাস এক এক করে নিজের করে নিচ্ছেন বি-টাউন বাদশাহ। সিনেমাটি মুক্তির ৬ দিনে আয় ৬০০ কোটি ছাড়িয়ে।
৭ সেপ্টেম্বর মুক্তির পরে গত মঙ্গলবার ছিল জওয়ানের ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে ভারতসহ গোটা বিশ্বব্যাপী আয় করে ৫২.৩৯ কোটি রূপির বেশি আয় করে ‘জওয়ান’। ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে এখন। মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু তৃতীয় দিনে ৪০ শতাংশ আয় বেড়ে যায়। চতুর্থ দিনে বক্স অফিসে তাক লাগিয়ে দেয় সিনেমাটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে ১২৯.৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১১০.৮২ কোটি রুপি, তৃতীয় দিনে ১২৪.৫৮ কোটি রুপি, চতুর্থ দিনে ১৪৯ কোটি রুপি। এরপর পঞ্চম দিনে সিনেমাটি আয় করে ৫২.৩৯ কোটি রূপি ও ষষ্ঠ দিনে আয় করে ৩৪ কোটি রূপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৬০৩কোটি রুপি। সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
গত সোমবার এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ব্যাপারে উৎসাহী ছিলেন দেশের সাধারাণ মানুষ। সেই রুদ্ধশ্বাস ম্যাচও ব্যবসা থেকে টলাতে পারেনি ‘জওয়ান’কে। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির ভাঙছে ও গড়ছে ‘জওয়ান’। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’ই প্রথম ছবি, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। দেশের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি সিনেমা ‘জওয়ান’, যা দেশে ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। এর আগে এই অঙ্ক ছুঁয়েছিল ‘পাঠান’ ও ‘গদর ২’।
বক্স অফিস বিশ্লেষক মনোবালা বিজয়বালন এক টুইটে জানিয়েছেন, শাহরুখ খান একমাত্র অভিনেতা, যার একই বছরে দু–দুটি সিনেমা ৫০০ কোটি ক্লাবের সদস্য হলো। এখন দেখা যাক, কিং খানের সাফল্যের মুকুটে আরো কত পালক যুক্ত হয়!
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।