প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:০১ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৫ এএম
নন্দিত অভিনেতা
আজিজুল হাকিম। ছাত্রাবস্থায়ই ‘আরণ্যক’ নাট্যদলের সঙ্গে যুক্ত হন এবং এখনও আছেন। এরপর
তাকে দেখা গেছে অনেক জনপ্রিয় নাটক-সিনেমায়। বহু ধারাবাহিক নাটকেও অভিনয়ের মুনশিয়ানা
দেখিয়েছেন তিনি। যার মধ্যে ‘নক্ষতের রাত’ নাটকের কথা বিশেষভাবে উল্লেখ করা যায়।
সম্প্রতি তিনি
আরও একটি ধারাবাহিকে যুক্ত হয়েছেন। এ নাটকের নাম ‘কখনো এমন হয়’। নাটকটি রচনা করেছেন
কামরুল হুদা আর পরিচালনা করছেন ফজলুল হক। এরই মধ্যে আজিজুল হাকিম নাটকটির শুটিং শুরু
করেছেন। এতে তার সঙ্গে অভিনয় করছেন একঝাঁক তারকা। তার মধ্যে অন্যতম এ প্রজন্মের অভিনেত্রী
প্রিয়াংকা জামান। নাটকের গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে বৃষ্টি। বৃষ্টি চরিত্রেই অভিনয়
করছেন প্রিয়াংকা জামান। আজিজুল হাকিমও গল্পের প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন। আজিজুল
হাকিম বলেন, ‘গল্পটি ভালো লেগেছে বলে কাজটি করছি। এখন তো আসলে আগের মতো নিয়মিত অভিনয়
করা হয়ে ওঠে না। ভালো গল্প এবং চরিত্র পেলেই কাজ করার চেষ্টা করি। কখনো এমন হয় গল্পটি
অন্যরকম। প্রিয়াংকা নবাগত হিসেবে ভালো করার চেষ্টা করছে। তার জন্য শুভকামনা রইল।’
প্রিয়াংকা জামান
বলেন, ‘বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা আজিজুল হাকিম। তিনি আমার পরম শ্রদ্ধার
একজন শিল্পী। ভাইয়ার সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লাগল। তিনি এত বিনয়ী, এত সাধারণ
একজন মানুষ, ভাবাই যায় না। আর একজন শিল্পী হিসেবে তিনি কতটা দুর্দান্ত তা আসলে আমার
বলার যোগ্যতাই নেই। তার সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। অনেক কিছুই শেখার চেষ্টা করছি
তার কাছ থেকে। আর এ ধারাবাহিকের গল্পে আমি বৃষ্টি চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি আমার
কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। যে কারণে কাজটিও উপভোগ করছি।’
আজিজুল হাকিম
সর্বশেষ তারিকুল ইসলাম পরিচালিত একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে তার সহশিল্পী
ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও উপস্থাপিকা শান্তা জাহান। আজিজুল হাকিম ওয়ালটনে একজন নির্বাহী
পরিচালক হিসেবে কর্মরত আছেন।
এদিকে প্রিয়াংকা
জামান অভিনীত সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘আন্ডারওয়ার্ল্ডের গল্প’ নিয়মিত বৈশাখী
টিভিতে প্রচার হচ্ছে।