× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুততম ৫০০ কোটির পথে জওয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:২০ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৫ এএম

দ্রুততম ৫০০ কোটির পথে জওয়ান

চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউড বাদশা শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। ফের তিনি ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন। তিনি যেন ফুটবলের মেসি। নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন। নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নিজেই। বক্স অফিসে সুপারহিট পাঠানকেও ছাড়িয়ে যাবে জওয়ান। অঙ্ক কষাকষিতে সেদিকেই যাচ্ছে ছবিটি।

মুক্তির তিন দিনের মধ্যেই ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে জওয়ান। প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৩৫০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি। এ পরিসংখ্যান দিয়েছেন ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা বিজয়বালান।

তিনি জানিয়েছেন, তৃতীয় দিনে সিনেমাটি হিন্দিতে ৬৬ কোটি রুপি, তামিলে ৫ কোটি রুপি এবং তেলেগুতে সাড়ে ৩ কোটি রুপি আয় করে। অর্থাৎ তৃতীয় দিনে সিনেমার মোট আয় ৮২.৮৪ কোটি রুপি।

সিনেমাটির প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্টের দাবি, উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী ১২৯.৬ কোটি রুপি আয় করে জওয়ান। শেষ দুই দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ২৪০.৪৭ কোটি রুপি আয় করেছে এটি।

ইতোমধ্যে দুটি রেকর্ড ভেঙে ফেলেছে ‘জওয়ান’। প্রথমটি হলো জওয়ান বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। আগে এই রেকর্ডটি শাহরুখের দখলেই ছিল। তার সিনেমা ‘পাঠান’ উদ্বোধনী দিনে ভারতে ৫৭ কোটি রুপি আয় করে।

দ্বিতীয়ত, তিন দিনে বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে জওয়ান। সাকনিল্ক ডটকমের মতে, ‘জওয়ান’ ভারতে তৃতীয় দিনে সব ভাষায় ৭৪.৫০ কোটি রুপি নিট উপার্জন করেছে। মুক্তির প্রথম দিনে ৭৫ কোটি (হিন্দি ৬৫.৫ কোটি, তামিল ৫.৫ কোটি, তেলেগু ৪ কোটি) এবং দ্বিতীয় দিনে ৫৩.২৩ কোটি (হিন্দি ৪৬.২৩ কোটি, তামিল ৩.৮৭ কোটি, তেলেগু ৩.১৩ কোটি) রুপি আয় করেছে। সব মিলিয়ে শুধু ভারতে তিন ভাষায় তিন দিনে জওয়ানের আয় ২০২.৭৩ কোটি রুপি।

রবিবার ভারতের সাপ্তাহিক ছুটির দিন। এদিনে ব্যবসা আরও বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন বলিউডের বাজার বিশ্লেষকরা। তেমনটা হলে ভারতসহ বিশ্বজুড়ে এর আয় বাড়বে। হতে পারে রবিবারেই সিনেমাটি ৫০০ কোটি আয়ের মুখ দেখবে। যা হবে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুততম ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড।

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি মুক্তি পায় গত ৭ সেপ্টেম্বর। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা। আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ। রংধনু গ্রুপের নিবেদনে ছবিটি ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ৪৬টি হলে চলছে। এই প্রথমবার আন্তর্জাতিক মুক্তির দিনে কোনো হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে।

৩০০ কোটি বাজেটের সিনেমাটির মূল কাহিনী দুটি আলাদা সময়ের প্রেক্ষাপট ঘিরে। বিক্রম রাঠৌর এবং আজাদের জীবনের কাহিনী। তাদের পাওয়া-না পাওয়ার, হার-জিতের গল্পকে কেন্দ্র করে এগিয়ে চলে ‘জওয়ান’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা