× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় ১৯৭১ সেই সব দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৩ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩০ পিএম

অস্ট্রেলিয়ায় ১৯৭১ সেই সব দিন

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ নামের সিনেমাটি গত ১৮ আগস্ট মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। এবার সাগরপারের দেশ অস্ট্রেলিয়াতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট ১২টি শো চলবে বলে প্রতিদিনের বাংলাদেশকে নির্মাতা হৃদি হক নিশ্চিত করেন।

১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালোই সাড়া ফেলে। আশা করা হচ্ছে প্রবাসেও সিনেমাটির জনপ্রিয়তা বজায় থাকবে। নির্মাতা হৃদি হক বলেন, ‘এটি আমাদের জন্য আনন্দের সংবাদ। অস্ট্রেলিয়ায় সিনেমাটি প্রবাসীদের দেখাতে পারব এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এটি আমার প্রথম সিনেমা। দেশের মানুষ যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছে, আশা করি প্রবাসীরাও সেভাবে সিনেমাটি গ্রহণ করবে। অস্ট্রেলিয়া ছাড়াও আমেরিকা ও ইউরোপ থেকে সিনেমাটির প্রদর্শনীর জন্য কথা চলছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি শিগগিরই ইউরোপ-আমেরিকাতেও দেখানো হবে বলে আমরা আশাবাদী।’

সরকারি অনুদানের এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। এতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস এবং তার বিপরীতে অভিনয় করেছেন হৃদি হক। হৃদি হক বলেন, ‘এই সিনেমার গল্পের মূল ভাবনা আমার বাবা ড. ইনামুল হকের। তার জীবদ্দশায় এই সিনেমার কাজ শুরু করেছিলাম, কিন্তু আজ তিনি নেই। তবে এই সিনেমাতে তিনি আজীবন বেঁচে থাকবেন। সিনেমাটিতে ফেরদৌস ভাই তার চরিত্রে এক কথায় অনবদ্য অভিনয় করেছেন। সেই সঙ্গে আরও যারা এতে আছেন প্রত্যেকেই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন।’

২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে (৫০ লাখ টাকা) নির্মিত হয়েছে ১৯৭১ সেই সব দিন। সিনেমায় ফেরদৌস ও হৃদি ছাড়াও আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা