প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৬ পিএম
নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।
তিনি বলেন, ‘আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে সিসিইউতে রাখা হয়েছে। সবাই দোয়া করবেন।’
তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয় এই অভিনেতার। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।
জানা গেছে, বেশ কদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন। কিন্তু হঠাৎ করেই এ সমস্যা বাড়তে থাকে।
আজ ৫ সেপ্টেম্বর থেকে নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তিনি অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়েছে।