× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিন্স মাহমুদ ও শাকিব খানের দেখা হলো ২২ বছর পর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৪ পিএম

প্রিন্স মাহমুদ ও শাকিব খানের দেখা হলো ২২ বছর পর

সেই নব্বই দশক থেকেই মগবাজারের চৌরাস্তার মসজিদ গলিতে গানের সব জনপ্রিয় মানুষদের আনাগোনা। সেখানে থাকতেন কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, শেখ ইশতিয়াক ও প্রিন্স মাহমুদরা। ব্যান্ড গানে গীতিকার, সুরকার হিসেবে প্রিন্স মাহমুদের তখন জয়জয়কার চারদিকে। ২০০১ সালের দিকে কাজের জন্য স্টুডিও খুঁজছিলেন তিনি। হঠাৎ একটি নতুন বিল্ডিংয়ের খোঁজ পান। সেখানে যাওয়ার পর দেখা হয় শাকিব খানের সঙ্গে। সেই প্রথম দেখা। প্রিন্স মাহমুদের ভাষায়, ‘পাতলা গড়ন, স্মার্ট আর দেখতে ভীষণ সুন্দর চেহারার যুবক।’

দারোয়ান পরিচয় করিয়ে দিলেন ঢালিউডের নতুন নায়ক তিনি। দুজনে হাত মেলালেন। কুশল বিনিময় হলো। 

এরপর আর দেখা নেই। কেটে গেল ২২ বছরেরও বেশি সময়। দীর্ঘ সময় পর দুজনের আবার দেখা হলো। এবার আর কারো সঙ্গেই কাউকেই পরিচয় করিয়ে দিতে হলো না। প্রিন্স মাহমুদের মতো এতদিনে শাকিব খানের নামের রোশনাইও যে চারদিকে ছড়িয়ে পড়েছে! ২০০০ সালের নতুন নায়ক শাকিব এখন দেশসেরা নায়ক। 

দুজনের দেখা হয়ে গেল ১ সেপ্টেম্বর, মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে। সেদিন ছিল ‘প্রিয়তমা’ সিনেমার বিশেষ প্রিমিয়ার। যেখানে প্রধান আকর্ষণ ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী। প্রিমিয়ার শেষে প্রিন্স মাহমুদ ও শাকিব খান মুখোমুখি। একজন সিনেমাটির নায়ক, অন্যজন সিনেমাটির সবচেয়ে প্রশংসিত ‘ইশ্বর’ গানের কারিগর। এর সুর করেছেন তিনি।

দুজনের ছবি পোস্ট করেছেন প্রিন্স মাহমুদ। ফেসবুকে তিনি লেখেন, ‘২২ বছর পর দেখা....’

কি আলাপ হলো তাদের মধ্যে জানতে চাইলে প্রিন্স মাহমুদ বলেন, ‘তেমন কিছু না। কুশল বিনিময়। শাকিব খুব স্মার্ট। সম্মান করতে জানে। ‘ইশ্বর’ গান নিয়ে আমরা আলাপ করেছি। ২২ বছর পর দেখা হলো আমাদের। সময় অনেক দ্রুত চলে গেছে।’

তিনি বলেন, ‘আমি বেশ কিছু সাক্ষাৎকারে বলেছি শাকিবের সঙ্গে আমার প্রথম দেখার গল্পটা। তখন ও ছিল একদম তরুণ। তার চোখ ভরা স্বপ্ন দেখেছিলাম। এরপর আমি অনেকবারই ওর সিনেমার জন্য গান করার প্রস্তাব পেয়েছি। কিন্তু কাজ করা হয়নি আমার। অবশেষে হয়ে গেল। ‘প্রিয়তমা’ মানুষ দেখছে, আমাদের গানগুলো শুনছে, প্রশংসা করছে- এটা আমাদের দুজনকেই আনন্দ দিচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা