× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঠানের পর বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’

 প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৫:৫২ পিএম

পাঠানের পর বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’

বলিউড ভাইজান সালমান খান। বাংলাদেশে এবার তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি শুক্রবার (২৫ আগস্ট) স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।    

গত ঈদে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। কিন্তু বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেননি সিনেমাটি। মুক্তির ৫ মাস সেই সিনেমা আজ মুক্তি পেয়েছে বাংলাদেশে। মুক্তির দিনে বাংলাদেশের দর্শকের জন্য ভারত থেকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন সালমান।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় দেওয়া এই বার্তায় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে ফেসবুক স্ট্যাটাসে সালমান লিখেছেন, “‘কিসিকা ভাই কিসি কি জান” সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকেরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশন–নির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একই সঙ্গে রয়েছে নানা রকম মজার বিনোদন।’ ২২৫ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ১৮২ কোটি আয় করতে পেরেছিল। বর্তমানে ওটিটি প্ল্যাটফরম জি ফাইভেও দেখা যাচ্ছে সিনেমাটি।  বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’ আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স। গত শুক্রবার বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায়।

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়া আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা