প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:০৪ পিএম
কাজী আনোয়ার হোসেনের লেখা মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘এমআর-৯ : ডু অর ডাই’। হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ২৫ আগস্ট যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব।
তবে বাংলাদেশে এর মুক্তি এখনও অনিশ্চিত। এটি ইংরেজিতে মুক্তির অনুমতি পেলেও বাংলাদেশে অনুমতি মেলেনি। ২২ আগস্ট হোটেল শেরাটনে সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছবিটির অন্যতম প্রযোজক আবদুল আজিজ। তিনি বলেন, ‘এমআর-৯ : ডু অর ডাই ছবির ইংরেজি ভার্সন সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি দেশের সব সিনেপ্লেক্সে ২৫ আগস্ট থেকে চলবে। বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্পতিবারের মধ্যে সেন্সর পায়, তবে এ সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনেও চলবে। নইলে পরের সপ্তাহ থেকে চলবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হলিউড, চায়নিজ ও বাংলাদেশি তারকারা। সেখানে মাসুদ রানা চরিত্রে অভিনয় করা এবিএম সুমন বলেন, ‘নিজেকে ফ্রোজেন মনে হচ্ছে। এত কিছুর পর অবশেষে সিনেমাটি আসছে। এ অনুভূতি বোঝানোর মতো ভাষা আমার নেই। এর আগে এত বড় সিনেমায় লিড করার সুযোগ হয়নি, এটাই হয়তো এমন উচ্ছ্বাসের কারণ। আর ছবিটা দেখার পর মাসুদ রানার প্রেমে সবাই পড়ুক, এটাই চাই। সবাই যদি প্রেমে না পড়ে, তাহলে এটা করে আর লাভ কী!’
ছবিটি পরিচালনা করেছেন আসিফ আকবর। তিনি বলেন, ‘বাংলাদেশের সব দর্শকের মাঝে মাসুদ রানা সিরিজ একটা আবেগের জায়গা। সেখান থেকে এটা নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলাম। বলা চলে অনেকটা দায়িত্ববোধের জায়গা থেকেই প্রায় ছয় বছর ধরে এমআর-৯ : ডু অর ডাই বানিয়েছি। সিনেমাটি নির্মাণে আমরা চেষ্টার কোনো ঘাটতি রাখিনি।’
এদিকে ‘এমআর-৯’ সিনেমা মিউজিকে অস্কার পাবে বলে মন্তব্য করেছেন ছবির অভিনেতা শহীদুল আলম সাচ্চু। এ সিনেমায় এবিএম সুমনের সঙ্গে আরও অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। এ ছাড়া ঢাকা থেকে আরও আছেন আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি, আলিশা ইসলাম। বিদেশি শিল্পী হিসেবে কাজ করেছেন ফ্রাঙ্ক গ্রিলো, মাইকেল জেই হোয়াইট, নিকো ফাস্টার, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ।
ছবিটিতে জাজ ছাড়াও বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস। নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।