× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দ্রমুখী হয়ে আসছেন কঙ্গনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৭:০৬ পিএম

চন্দ্রমুখী হয়ে আসছেন কঙ্গনা

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত। অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ঘোষণা অনুযায়ী জুলাইয়ে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরের ১৯ তারিখ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। 

‘চন্দ্রমুখী ২’ হলো ‘চন্দ্রমুখী’ ছবির সিক্যুয়েল। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘চন্দ্রমুখী’। এই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল রজনীকান্ত ও জ্যোতিকারাকে। পি বাসুর পরিচালনায় ‘চন্দ্রমুখী ২’ হতে চলেছে একটি হরর কমেডি সিনেমা। 

‘চন্দ্রমুখী ২’ ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রাঘব লরেন্সকে। এ ছাড়াও রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা।

১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে মুক্তি পেতে চলেছে ‘চন্দ্রমুখী ২’। সিনেমাটি মুক্তি পাবে হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে। 

এ সিনেমা দিয়ে কঙ্গনা রানাওয়াতকে প্রথমবার দেখা যাবে হরর কমেডি গল্পে অভিনয় করতে। ইতোমধ্যেই সিনেমার প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। ভারতের বিভিন্ন শহরে প্রচারণায় যাচ্ছেন। প্রযোজনা সংস্থা লাইক্রা প্রোডাকশন সিনেমাটি প্রযোজনা করেছে। 

কঙ্গনা রানাওয়াতের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থালাইভি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটি তৈরি হয়েছিল জয়ললিতার বায়োপিক অবলম্বনে। শুধু ‘থালাইভি’ নয়, বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি অ্যাকশন থ্রিলার ছবি ‘ধাকড়’ও। 

এ ছাড়া চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের আরও একটি সিনেমা ‘এমার্জেন্সি’। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ‘এমার্জেন্সি’ সিনেমার পরিচালনার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা