× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্রথাসিদ্ধ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৩:৩৭ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৪:১৪ পিএম

কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্রথাসিদ্ধ’

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে চলচ্চিত্র নির্মাতা মুসতাক মুজাহিদের চলচ্চিত্র কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের শীর্ষ তালিকায়। এবারের এডিশনে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র ‘প্রথাসিদ্ধ’ জায়গা করে নিয়েছে।

প্রতিবছর ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ফেস্টিভ্যালটিতে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য আবেদন করতে দিতে হয় ৫৯ ডলার। পূরণ করতে হয় নানা তথ্যবহুল শর্ত। মুজাহিদ গ্রামে বসেই রাখেন কান চলচ্চিত্র উৎসবের খবর, জমা দিয়েছেন নিজের নির্মাণ করা চলচ্চিত্র।

তরুণ এই নির্মাতা বলেন, ‘২০২৩-এর মার্চে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রথাসিদ্ধ’ জমা দিয়েছিলাম গত জুনে। এই চলচ্চিত্র আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের একটা বৃহৎ সামাজিক প্রথাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। যার সময়সীমা ২৩ মিনিট। এটি একদম আঞ্চলিকভাবে নির্মিত একটি চলচ্চিত্র। যাতে অভিনয় করেছেন রংপুর ও লালমনিরহাটের স্থানীয় অভিনয়শিল্পী। যাদের কেউই পেশাদার নন। ছবিটি নির্মাণে প্রযোজনা করে সহায়তা করেছেন আমার কাছের বড় ভাই আরমান হোসেন আপন।’

তরুণ এই চলচ্চিত্র নির্মাতার কাছে প্রশ্ন ছিল, ‘আপনি দেশ ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন, সিনেমা নিয়ে ভবিষ্যৎ চিন্তা কী?’ জবাবে তিনি বলেন, ‘সিনেমা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নিজের সমাজের, দেশের নিজস্ব খাঁটি গল্পগুলো আমি দর্শককে নিজস্ব ভঙ্গিতে বলতে চাই। স্বাধীনভাবে সেই গল্পগুলো নির্মাণ করতে চাই।’

তিনি আরও যোগ করেন, এর আগেও আমার ‘জুয়াড়ি’ ও ‘পালাবার রাস্তা নেই’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেশ ও দেশের বাইরের বেশ কিছু উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়েছিল। যেমনÑ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ, সিলেট ও বগুড়া চলচ্চিত্র উৎসব, সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, একান্নবর্তী চলচ্চিত্র উৎসব ইত্যাদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা