× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ মুক্তি পাচ্ছে ১৯৭১ সেই সব দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৩:০০ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৩:২০ পিএম

আজ মুক্তি পাচ্ছে ১৯৭১ সেই সব দিন

হৃদি হক যতটা অভিনেত্রী তার চেয়ে বেশি এখন ক্যামেরার পেছনের মানুষ। নির্মাতা হিসেবে প্রথম সিনেমাতেই মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আজ ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা। সরকারি অনুদানে সিনেমাটি তৈরি করেছেন হৃদি।

এরই মধ্যে সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে, যা বেশ আলোচনায় এসেছে। ট্রেলারে দেখা গেছেÑ একদিকে স্বাধীনতাযুদ্ধের বিভীষিকাময় চিত্র, অন্যদিকে উঠে এসেছে তরুণদের ভালোবাসার উপাখ্যান। পুরো ট্রেলারটি আসাদুজ্জামান নূরের কণ্ঠে কিছু কথায় বর্ণনা করা হয়েছে। ভরাট কণ্ঠে বরেণ্য এই অভিনেতা বলেছেন, ‘সময়টা আশ্চর্য আবেগের, সময়টা সবুজ ঘাসের ওপর লাল রক্তজবার, সময়টা মিছিলের, স্লোগানের, দেয়ালে দেয়ালে বিদ্রোহের; সময়টা আদরের, খুনসুটির, সবুজের ওপর একটু করে হলুদের; সময়টা ভালোবাসার, ভীষণ করে ভালোবাসার, সময়টা ছেড়ে না যাবার আকাঙ্ক্ষায় ছেড়ে যাবার; সময়টা নিষ্ঠুরতার, কী ভীষণ নিষ্ঠুরতার, সময়টা নিদারুণ নির্দয়, সময়টা পুড়িয়ে দেবার, গুঁড়িয়ে দেবার; সময়টা কেঁদে বুক ভাসাবার, সময়টা দহনের, নিজেকে জানবার; সময়টা যুদ্ধের, হার না মানার, সময়টা উঠে দাঁড়াবার; সময়টা বাংলার, বাঙালির, সময়টা ১৯৭১ সেই সব দিন।’

নূরের কণ্ঠে কথাগুলোর মাঝেই দক্ষ চিত্রায়ণে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধকালীন বাঙালি জীবনের নানান গল্প।

হৃদি হক তার ছবি নিয়ে বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা।’

‘১৯৭১ সেই সব দিন’-এর মূল ভাবনা নন্দিত অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের। তিনি প্রয়াত হোন ২০২১ সালে। বাবার এই স্বপ্ন হেলায় ছেড়ে দেননি হৃদি। যোগ্য উত্তরসূরি হয়েই পর্দায় আনছেন গল্পটিকে।

ট্রেলারের পর দর্শক সাড়া পেয়েছে সিনেমার দুটি গানও। ‘যাচ্ছো কোথায়’ ও ‘ইয়ে শ্যাম’ গান দুটির কথা ও সুরের পাশাপাশি এর চিত্রায়ণ মুগ্ধতা ছড়িয়েছে। যা আশাবাদী করে তুলেছে প্রেক্ষাগৃহে ভালো যাবে ‘১৯৭১ সেই সব দিন’।

ট্রেলার ও গানে ভিন্ন অবয়বে দেখা দিয়েছেন নন্দিত অভিনেত্রী তারিন জাহান, সানজিদা প্রীতি, অভিনেতা সজল, লিটু আনামসহ প্রত্যেক শিল্পী। এ ছাড়া বরেণ্য অভিনয়শিল্পী মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, সাজু খাদেম রয়েছেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে।

ছবিটি নিয়ে নায়ক ফেরদৌস বলেন, ‘‘১৯৭১ সেই সব দিন’ তীব্র ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষার গল্প। শুধু সময়টা ১৯৭১। তাই এর গল্প দর্শককে কাঁদাবে-হাসাবে সেই সঙ্গে একাত্তরকে অনুভব করাবে।’

সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারিন জাহান, সজল, সানজিদা প্রীতিরাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা