× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ বছর পর চিরকুমার সংঘের সিক্যুয়াল নিয়ে ফিরছেন মারজুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১৪:৫৫ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২২ ১৫:২১ পিএম

১৪ বছর পর চিরকুমার সংঘের সিক্যুয়াল নিয়ে ফিরছেন মারজুক

২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচারিত হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। সে সময় দর্শকমহলে দারুণ সাড়া পায় টেলিছবিটি। এই সময়ে এসেও সেই টেলিছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা করেন দর্শক। সেই চর্চা এবার নতুন প্রাণ পাবে। কেননা দীর্ঘ ১৪ বছর পর ওই গল্পের রেশ ধরে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’।

এনটিভির জন্যই নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি নির্মাতার প্রথম ধারাবাহিক। গল্প রচনায় গোলাম রাব্বানী।

নির্মাতা জানান, নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। তিনি চিরকুমার সংঘের প্রধান। যার নাম চিকু ভাগ্যবান। প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে কেউ করে না। এ দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটি।

নাটকটির নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভিউ কালচারের এই যুগে ধারাবাহিকের গল্প লেখা একটু চ্যালেঞ্জিং বটে। আমার নির্মাতা তুহিন হোসেন আর আমি শুরু থেকেই দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি, কিছু একটা করার চেষ্টা আমরা করছি।’

পরিচালক তুহিন হোসেন বলেন, ‘প্রথম সিরিয়াল বলে কথা। তাই শুরুতে গল্প নির্বাচনে অনেক সময় নিয়েছি। এমন একটা গল্প চাচ্ছিলাম, যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমার যারা রেগুলার দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন, সবাইকে ছুঁতে পারে। গোলাম রাব্বানীর সঙ্গে বারবার বসে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। সেখান থেকেই চিরকুমার। আমার মনে হয় কাজটি পছন্দ করবে মানুষ। কারণ শিল্পী-কলাকুশলীসহ টিমের সবাই কাজটি পছন্দ করছেন। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

‘চিরকুমার’ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেনসালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেল প্রমুখ।

বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চার দিন এটি এনটিভিতে প্রচার হবে।


প্রবা/টিএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা