প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৭:৫৩ পিএম
বাড়ির নাম মিরালরিও ভিলা। বাড়ির ব্যালকনিতে রাখা চেয়ারে বসে রবীন্দ্রনাথ
কবিতা লিখছেন, সামনে রুপালি জলের নদী। দুই মাসের প্রবাসজীবন শেষে রবীন্দ্রনাথ বাড়ি
ফিরলেন। লাল-নীল ফুলের উৎসবে সজ্জিত স্মৃতিকাতর দিনের সুখ-ছবি নিয়ে তিনি শান্তিনিকেতনে
পৌঁছালেন। দেশে ফিরে তিনি প্রবেশ করেন লেখালেখির বাইরে অন্য এক ভুবনে। কী ছিল সেই ভুবন,
কেন তিনি নতুন ভুবনের বাসিন্দা হলেন? এর পশ্চাতে কি সেই বাড়ি, সেই চেয়ার বা নদীর কোনো
ভূমিকা ছিল? রবীন্দ্রনাথের জীবনের বাঁকবদলের সেই মাহেন্দ্রক্ষণকে ম্যাড থেটার মঞ্চে
তুলে এনেছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটির মাধ্যমে।
আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির
স্টুডিও থিয়েটারে প্রদর্শিত হবে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটি। এটি হতে যাচ্ছে
নাটকটির পঞ্চম প্রদর্শনী। নাটকটির রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের
প্রধান পরিচালক আসাদুল ইসলাম। এতে চরিত্রসংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন
আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।
নাটকটি নিয়ে আসাদুল ইসলাম বলেন, ‘‘মানুষের সঙ্গে মানুষের প্রেম আর
প্রেমের ক্ল্যাসিক কাহিনিগুলোই পারে যুদ্ধবিধ্বস্ত কাহিল পৃথিবীকে নবধারা জলে স্নাত
করতে। বিদ্বেষশূন্য প্রেমময় পৃথিবীর জন্য আমাদের প্রতিদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষায়
‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ একটি নির্মল গোলাপ।’’
রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন
উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটির
মধ্য দিয়ে। গত জুনে ভারতের গুয়াহাটিতে নাটকটির সফল মঞ্চায়নে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের
কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও নাট্যপ্রেমী দর্শক।