প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৩:৪৬ পিএম
সাল ২০০৩। বলিউড
ইন্ডাস্ট্রিতে মুক্তি পায় রোমান্টিক, সায়েন্স ফিকশন ধাঁচের সিনেমাটি। মুক্তির পরপরই
হিন্দি সিনেমার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। বক্স অফিসেও একের পর এক ইতিহাস
গড়ে ১০০ কোটি রুপি আয় করে নেয় রাকেশ রোশন পরিচালিত ও হৃতিক রোশন অভিনীত ‘কই মিল গায়া’
সিনেমা। আগস্টের ৮ তারিখ বলিউডে সিনেমাটির ২০ পূর্ণ হবে।
মুক্তির ২০ বছর
উপলক্ষে আবারও ভারতের ৩০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এমনটাই জানিয়েছেন সিনেমার
পরিচালক রাকেশ রোশন। বলিউডভিত্তিক গণমাধ্যমে তিনি বলেন, ‘ভাবতেই ভালো লাগছে ‘কই মিল
গায়া’ মুক্তি পাওয়ার ২০ বছর হয়ে গেল। অনেকটা সময় কিন্তু। মনে হচ্ছে এই তো সেদিন ভারতের
মানালিতে সিনেমাটির শুটিং করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি কালজয়ী কাজে আমাকে
সহযোগিতা করার জন্য।’
রাকেশ আরও বলেন,
‘উদযাপন নিয়ে আমাদের বেশ বড় একটি পরিকল্পনা রয়েছে। আশা করছি হৃতিক-প্রীতি জিনতাসহ এই
সিনেমার সঙ্গে জড়িত সবাইকে আবারও একসঙ্গে করতে পারব। সিনেমার শিশু চরিত্রে অভিনয় করা
সবাই এখন বয়সে তরুণ। তাদের সঙ্গেও বেশ সুন্দর একটি সময় কাটানোর ইচ্ছে আছে আমার। এ ছাড়া
৮ আগস্ট সবার জন্য একটি সারপ্রাইজও থাকবে।’
সিনেমাটির প্রধান
চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন ও প্রীতি জিনতা। ২০ বছর পূর্তি উপলক্ষে হৃতিক তার
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রীতির সঙ্গে একটি স্টোরি শেয়ার করেছেন। সেই ছবিটি শেয়ার
করে ক্যাপশনে তিনি লেখেনÑ ‘হ্যালো নিশা, ২০ বছর আগে দেখতে আমরা এমন ছিলাম। বয়স হলেও
বন্ধুত্ব আমাদের সেদিনের মতোই রয়েছে। দেখা হয় না অনেক দিন, আশা করি তোমার পরিবারের
সবার সঙ্গে খুব দ্রুত দেখা হবে। ভালোবাসা রইল।’
‘কই মিল গায়া’
সিনেমাটি ২০০৩ সালের ৮ আগস্ট ভারতের ৪০০ সিনেমা হলে মুক্তি পায়। সিনেমাটি সে বছর বলিউডের
দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে। এখন পর্যন্ত বক্স অফিস থেকে ‘কই মিল গায়া’র মোট
আয় ১৮৮ কোটি রুপি।
হৃতিক-প্রীতি
ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রেখা, প্রেম চোপড়া, রজত বেদী, হানসিকা ও
জনি লিভার।