প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৩:১৭ পিএম
গেল কোরবানি ঈদে
মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমা। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করেছেন
হিমেল আশরাফ। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন শাকিব খান। মুক্তির পঞ্চম সপ্তাহ
পেরিয়েও প্রিয়তমা নিয়ে দর্শকের উন্মাদনা কমেনি। এটি দেশের বাজার থেকেই প্রায় ২০ কোটি
টাকার টিকিট বিক্রি করেছে।
বিদেশেও সিনেমাটির
জয়জয়কার চলছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েও অদ্ভুত সাফল্য দেখিয়েছে সিনেমাটি।
সেখানে মুক্তির দ্বিতীয় সপ্তাহে এটি আয় করেছে ১ লাখ ডলারের বেশি। প্রস্তুতি চলছে আরও
কিছু দেশে মুক্তির।
এদিকে বর্তমানে
যুক্তরাষ্ট্রে রয়েছেন দেশসেরা নায়ক শাকিব। সেখানেই দেখলেন নিজের সিনেমা প্রিয়তমা। সঙ্গে
ছিলেন দেশের অনেক তারকা ও সাধারণ দর্শক। ছবি দেখা শেষে সরাসরি দর্শক প্রতিক্রিয়া পেলেন
নায়ক। ভাসলেন সবার প্রশংসায়। শাকিবকে সিনেমা হলে পেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী দর্শকও
আপ্লুত। তারা শাকিবকে জানালেন তাদের মুগ্ধতার কথা। তুলে নিলেন সেলফিও।
এ সময় শাকিব খানের
সঙ্গে ছিলেন প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফও। তিনি বলেন, ‘এটা একটা দারুণ অনুভূতি ছিল।
শাকিব ভাই তার নিজের সিনেমাটি দর্শকের সঙ্গে দেখলেন। পরিচালক ও নায়ক এভাবে একসঙ্গে
সিনেমা উপভোগ করার বিষয়টি আমাকে খুব আনন্দ দিয়েছে। আর সিনেমা শেষে দর্শকের যে প্রতিক্রিয়া
পেয়েছি সেটাও ছিল দারুণ।’
তিনি জানান, খুব
দ্রুতই সিনেমাটি পৌঁছে যাবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালিসহ নানা দেশের প্রেক্ষাগৃহে।
সেখানকার প্রবাসীরা প্রিয়তমা দেখতে মুখিয়ে আছেন।
প্রিয়তমার গল্প
লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।
আরও ছিলেন শহীদুজ্জামান সেলিম। তার চরিত্রটি দারুণভাবে প্রশংসা পাচ্ছে।