× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগান সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৩:১০ পিএম

আফগান সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয়ের পাশাপাশি তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি পৃথিবীর গৃহহীন মানুষদের নিয়ে কাজ করেন। এ ছাড়া সুবিধাবঞ্চিত ও যুদ্ধবিধ্বস্ত শিশুদের স্বাস্থ্য সচেতনতা ও ক্ষুধা নিবারণ নিয়ে অনেক দিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন হলিউডের এই ফ্যাশন আইকন। এবার যুদ্ধবিধ্বস্ত আফগান সিনেমায় অভিনয় করেছেন তিনি। এমনটাই জানিয়েছে হলিউডভিত্তিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার।

সিনেমার নাম ‘হাভা, মারিয়ম আয়শা’। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা সাহারা কারিমি। সিনেমার গল্প আফগানিস্তানের তিনজন নারী সমাজকর্মীকে নিয়ে। যার যুদ্ধবিধ্বস্ত এই দেশটি নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন। বিভিন্ন প্রতিকূলতার মাঝে আফগান নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছেন। তাদের জীবনের গল্প তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে। এ ছাড়া আফগান তালেবানদের কাছে কীভাবে সেদেশের মানুষ লাঞ্ছিত হয়েছে তাও ফুটে উঠেছে গল্পে। সিনেমাটি ইতোমধ্যে ইতালির ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর অনুমতি পেয়েছে।  

সিনেমাটির বিষয়ে জোলি বলেন, ‘আমরা সবাই জানি আফগানিস্তানের মানুষ কি ভয়ংকর পরিস্থিতির মাঝে তাদের জীবন পার করেছেন। এই দেশের মানুষ জীবনের অনেক বছর বারুদের গন্ধ বুকে নিয়ে ঘুমিয়েছেন। যা এখনও চলমান। এখানকার অনেক শিশু জন্মের পরেই মারা গেছে। অনেক মায়ের সন্তান পেটে বসেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। লাখো মানুষ তাদের সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন। পেট ভরে ঠিকমতো খাবারও খেতে পারেননি। সেই মানুষদের গল্প নিয়েই এই সিনেমা।’

সিনেমার বেশিরভাগ চরিত্র আফগানিস্তানের স্থানীয় মানুষদের নিয়ে করা হয়েছে। নির্মাতার মতে এই চরিত্র তাদের থেকে ভালোভাবে কেউ আর ফুটিয়ে তুলতে পারত না। যাদের মধ্যে হাসিবা ইব্রাহীমা, মালিক আখলাকি ও ফারিশতা আফসার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা