× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পাচ্ছে ‘পাতালঘর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৩:০৩ পিএম

মুক্তি পাচ্ছে ‘পাতালঘর’

নূর ইমরান মিঠুর দ্বিতীয় সিনেমা ‘পাতালঘর’। মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনী। ভারতের গোয়ায় গেল বছর সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এবার দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

২৭ জুলাই দেশি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে পাতালঘর ৫৩তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এরপর আরও কিছু উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রযোজকদের পক্ষ থেকে সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত করা হয়। যেখানে বলা হয়, ‘দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকদের জন্য পাতালঘর মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা পাতালঘর টিম আনন্দিত। আশা করছি দর্শকদের মুগ্ধ করবে।’

নিজের অভিনয় প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘পাতালঘর অন্য রকম গল্পের সিনেমা। মূলত করোনার সময়ের একটি পরিবারের মধ্যকার মা ও মেয়ের গল্প নিয়েই এ সিনেমা নির্মাণ করা হয়েছে। আমি পারভিন চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি মুক্তি পেলে আশা করা যায় দর্শকের ভালো লাগবে।’

ফারিয়া বলেন, ‘এটি মা ও মেয়ের গল্প। আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। এটি মফস্বলের মেয়ে। খুবই সাধারণ মানুষের গল্প। পরিবারসহ সিনেমাটি উপভোগ্য।’

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি ও নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে। অর্থাৎ সিনেমার ভেতরেই তিনি নায়িকা। আর তার মায়ের চরিত্রে আছেন আফসানা মিমি।

নূর ইমরান মিঠু বলেন, ‘এসব চরিত্র দিয়ে আমি মূলত সম্পর্কের যে পতন সেটা দেখানোর চেষ্টা করেছি।’ এর বেশি কিছু এখনই বলতে চান না পরিচালক।

এ ছবিতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, নাজিয়া হক অর্ষা, ইরফান মৃধা শিবলুসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা