× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই সিনেমা ও নাটক নিয়ে ফিরছেন দীপা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১২:৪৩ পিএম

 দুই সিনেমা ও নাটক নিয়ে ফিরছেন দীপা

বেশ কিছুদিন হলো নন্দিত নাট্যাভিনেত্রী দীপা খন্দকারকে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না। অবশেষে সেই বিরতি কাটছে। ‘অবন্তিকাণ্ড’ নামে একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হতে যাচ্ছে ৩০ জুলাই। এটি দেখা যাবে দুরন্ত টিভিতে। এ নাটকে অভিনয় করতে দেখা যাবে দীপা খন্দকারকে।

নাটকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। ৩০ জুলাই থেকে প্রতিদিন দুপুর ১২টা ও রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হবে।

এদিকে দীপা খন্দকার এরই মধ্যে শেষ করেছেন সৈয়দ সালাহ উদ্দিন জাকী পরিচালিত ‘অপরাজেয়’ এবং শহীদ রায়হান পরিচালিত ‘মনোলোক’ সিনেমার কাজ। দুটি সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়। অপরাজেয়তে দীপা অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে আর মনোলোকে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেতা ফজলুর রহমান বাবুর বিপরীতে।

নতুন ধারাবাহিক ও সিনেমায় অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘অবন্তিকাণ্ড মূলত বাচ্চাদের জন্য নির্মিত একটি ধারাবাহিক নাটক। এতে আমি গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছি। গল্পটা খুব সুন্দর। আশা করছি বাচ্চাদের ধারাবাহিকটি ভালো লাগবে।’

সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারই প্রথম আমি শ্রদ্ধেয় আফজাল হোসেন ভাইয়ের বিপরীতে সিনেমায় অভিনয় করেছি। এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার। এর আগে আফজাল ভাইয়ের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। কিন্তু সহশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি অপরাজেয় সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি।’

তিনি মনোলোক নিয়েও আশাবাদী। বললেন, ‘ফজলুর রহমান বাবু ভাই গুণী শিল্পী। তার সহশিল্পী হওয়াটা আমি উপভোগ করি। আমার বিশ্বাস সিনেমাটি ভালো লাগবে দর্শকের।’

উল্লেখ্য, ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের মেয়ে দীপা খন্দকারের মিডিয়ায় যাত্রা হয় ‘লিপটন তাজা চা’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে। ১৯৯৯ সালে কাজী শাহেদুল ইসলামের রচনা ও পরিচালনায় ১৩ পর্বের ধারাবাহিক ‘কাকতাড়ুয়া’য় প্রথম অভিনয় করেন তিনি। ১৯৯৯ সালেই জিএমজি এয়ারলাইনসে এয়ার হোস্টেজ হিসেবে চাকরি শুরু করেন। অভিনয় শেখার জন্য দীপা একসময় আজাদ আবুল কালামের ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং’য়ে যোগ দিয়েছিলেন। এরপর মডেল ও অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পঞ্চমের গানে তিনি রিংগোর পরিচালনায় প্রথম মিউজিক ভিডিওতে মডেল হন।

তার অভিনীত প্রথম সিনেমা শাকিব খানের সঙ্গে ‘ভাইজান’।

২০০৬ সালে দীপা অভিনেতা শাহেদ আলীকে বিয়ে করেন। অভিনয়ে দীপার অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গেল মা দিবসে দীপার মাকে ‘মা পদক ২০২৩’-এ ভূষিত করা হয় ‘আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’য়ের আয়োজনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা