× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৯-এ উজ্জ্বল আফজাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১২:৪৬ পিএম

৬৯-এ উজ্জ্বল আফজাল

চিরসবুজ অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেনের ৬৯তম জন্মদিন আজ। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহুগুণে গুণান্বিত শিল্পী আফজাল হোসেন ১৯৫৪ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন। 

অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, বিজ্ঞাপন নির্মাতা এমন বহু পরিচয়ে পরিচিত তিনি। আফজাল হোসেনের ক্যারিয়ারের শুরু হয়েছিল থিয়েটারকর্মী হিসেবে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি।

স্বাধীনতা পরবর্তী সময়ে সত্তর দশকের শেষভাগে টেলিভিশন জগতে পা দেন তিনি। কয়েক বছরের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিতে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। শুধু নাটকে অভিনয় করেই থেমে যাননি আফজাল হোসেন, তার অভিনীত ‘দুই জীবন’, ‘নতুন বউ’ এবং ‘পালাবি কোথায়’ সিনেমাগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।

আফজাল হোসেন নিজের গণ্ডি ছাড়িয়ে হয়েছেন একাধারে অভিনেতা, নির্দেশক, নাট্যকার, পরিচালক, উপস্থাপক, মডেল, বিজ্ঞাপন নির্মাতা। সফল হয়েছেন প্রতিটি পদক্ষেপে। সফলতার সাক্ষর রেখেছেন প্রতিটি কাজের ক্ষেত্রে।

শুধু অভিনয় নয়, চিরতরুণ এই অভিনেতার রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।

বহুগুণের অধিকারী এই মানুষটি প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি বটে, তবে পরোক্ষভাবে যোদ্ধা ছিলেন তিনিও। তার আঁকা কার্টুন প্রদর্শনী সাহস যুগিয়েছিল মুক্তিযোদ্ধাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা