× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবিক ইয়ামি গৌতম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৬:০৯ পিএম

মানবিক ইয়ামি গৌতম

প্রবল বর্ষণে মারাত্মক বন্যার সঙ্গে লড়াই করছে ভারতের রাজধানী শহর নয়াদিল্লি। যমুনার পানি বেড়ে যাওয়ায় হরিয়ানার হথনি কুন্ড ব্যারাজ থেকে পানি ছাড়ার ফলে দিল্লির বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। দিল্লির মানুষের জনজীবন এখন বিষাদময় হয়ে উঠেছে। এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভারতবাসী দিল্লির জন্য এখন প্রার্থনায় ব্যস্ত। এ ছাড়া যে যেভাবে পারছেন সহযোগিতা করার চেষ্টা করছেন। এই তালিকায় এবার নাম লেখালেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি দিল্লির একটি ছবি শেয়ার করে সবাইকে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার আহ্বান করেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে ইয়ামি লেখেন, ‘আমাদের প্রাণের শহর দিল্লি ভালো নেই। বেশ কিছুদিন ধরে এখানকার মানুষের জীবন পানির সঙ্গে যুদ্ধ করছে। ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। তাদের মৌলিক জীবনে সংকট দেখা দিয়েছে, যা আমাকে ব্যথিত করেছে। আমি মনে করি, দিল্লির পাশে গোটা ভারতবাসী দাঁড়াবে। আমি নিজেও তাদের পাশে আছি। সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু করার এখনই সময়। আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। এই দুর্যোগ আমাদের সবার।’ 

এ সময় নিজের আর্থিক সহায়তার পরিমাণ গোপন রাখেন ‘ভিকি ডোনার’ সিনেমা দিয়ে বি টাউনে অভিষেক হওয়া এই অভিনেত্রী। 

এদিকে ১৬ জুলাই সকালেও দিল্লির বেশ কয়েকটি জায়গায় ব্যাপক যানজট এবং জলাবদ্ধতা দেখা গেছে। আইটিও, রাজঘাটসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর রাস্তা ছিল পানির নিচে। দিল্লির স্থানীয় সরকার যানজট ব্যবস্থাপনা এবং যাত্রীদের সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় চার হাজার ৫০০ ট্রাফিককর্মী মোতায়েন করেছে। নগরীর চার সীমান্ত দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া ভারী পণ্যবাহী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করতে অপ্রয়োজনীয় সরকারি অফিস, স্কুল-কলেজ রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এমন সময় ইয়ামির মানবিক বার্তা বেশ প্রশংসিত হচ্ছে। তিনি ছাড়াও আরও অনেক তারকাই এগিয়ে এসেছেন দুর্যোগে বিধ্বস্ত দিল্লির পাশে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা