× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বছর পর ফিরেই বক্স অফিসে ঐশ্বরিয়ার বাজিমাত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৬:০০ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১৯:৪৫ পিএম

চার বছর পর ফিরেই বক্স অফিসে ঐশ্বরিয়ার বাজিমাত

মুক্তি পেয়েছে ভারতের অন্যতম আলোচিত সিনেমা মণি রত্নমের ‘পনিয়িন সেলভান-১’। এ ছবি দিয়ে দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিতে তার উপস্থিতি দর্শকদের মোহিত করেছে। শুক্রবার ৩০ সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। শুরুর দিন ছবিটি তামিল সংস্করণের সঙ্গে একটি দুর্দান্ত ওপেনিং পেয়েছে।

সিনেমাটি শুক্রবার তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় সারা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। বলিউড বক্স অফিসের তথ্যমতে, সিনেমাটি প্রথম দুই দিন গোটা বিশ্ব থেকে আয় করেছে ৭০ কোটি রুপি। আয়ের বড় একটি অংশ তামিল ভাষা থেকে এসেছে।

ইন্ডিয়ান বক্স অফিসের তথ্যমতে, তামিল সংস্করণে ২৭.৬ কোটি, তেলেগুতে ৩.৪৫ কোটি, হিন্দিতে ২.৮৫ কোটি এবং মালয়ালাম ইন্ডাস্ট্রি থেকে ৭০০ লাখ রুপি আয় করে সিনেমাটি। শুক্র-শনিবার দুই দিনে এ সিনেমার মোট আয় ৭০ কোটি রুপি। তাই বক্স অফিসের তথ্যমতে, আগামী দুই দিনে এ সিনেমা থেকে আরও ৮০ থেকে ৯০ কোটি রুপি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা কর হচ্ছে। 

‘পনিয়ান সেলভান-১’ একটি ড্রামা ফিল্ম। এর গল্প নেওয়া হয়েছে ১৯৯৫ সালের কল্কি কৃষ্ণমূর্তি রচিত ‘পোন্নিয়ান সেলভান’ উপন্যাস থেকে। বইটির পাঁচটি অংশ রয়েছে এবং এটি তামিল ভাষার রচিত অন্যতম সেরা উপন্যাস হিসেবে বিবেচিত।

ভারতীয় গণমাধ্যমে সিনেমাটি তৈরিতে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করা হয়। তাই ধরেই নেওয়া যায় ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্রের মধ্যে এটি একটি।

দীর্ঘ চার বছর পর অভিনয়ে ফিরে বক্স অফিসে বাজিমাত করলেন ঐশ্বরিয়া। ছবিতে ‘নন্দিনী’ ও ‘মন্দাকিনী দেবী’ নামের দুটি চরিত্রে দেখা যাচ্ছে সাবেক বিশ্বসুন্দরীকে। এতে ‘আদিত্য করিকালান’ এবং কার্তি ‘ভান্থিয়াথেভান’ চরিত্রে অভিনয় করেছেন বিক্রম। প্রধান দুই চরিত্রে ঐশ্বরিয়া-বিক্রম ছাড়া আরও অভিনয় করেছেন কার্তিক, জয়ম রবি এবং শোভিতা ধুলিপালা।

এ ছাড়া সিনেমাটির পরিচালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা পরিচালক মণি রত্নম এবং সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী গীতিকার এ আর রহমান। 


সূত্র : হিন্দুস্তান টাইমস ও কইমই 


প্রবা/এলএ/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা