× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন সরানো হলো ব্যাচেলর পয়েন্টের কয়েকটি পর্ব, জানালেন অমি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ২২:৪২ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৬ এএম

কেন সরানো হলো ব্যাচেলর পয়েন্টের কয়েকটি পর্ব, জানালেন অমি

সময়ের তুমুল জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সম্প্রতি এ নাটকের কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, সে ব্যাপারে মুখ খুলেছেন এর পরিচালক কাজল আরেফিন অমি।

সম্প্রতি প্রচারিত একটি পর্বে অভিনেতা মারজুক রাসেলের মুখে ‘যৌনকর্মীর ছেলে’ সংলাপটি তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

নাটকের ওই সংলাপের অংশটুকুর ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে! ফলে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। সে কারণেই ‘যৌন কর্মীর ছেলে’ সংলাপে প্রচারিত পর্বটিসহ কয়েকটি পর্ব ইউটিউব থেকে ‘প্রাইভেট’ করা হয়েছে বলে জানান কাজল আরেফিন অমি।

সময়ের আলোচিত এই নির্মাতা বলেন, ‘যারা আমাদের নিয়মিত দর্শক, যাদের জন্য আমি নাটক বানাই তারা কিন্তু ঠিকই পছন্দ করেছেন। আমি যখন বুঝব আমার দর্শকরা পছন্দ করছেন না অবশ্যই সেটা আমি করব না। অন্য দর্শকদের কথা মাথায় রেখে ‘যৌনকর্মীর ছেলে’ সংলাপের পর্বটি প্রাইভেট করা হয়েছে। যারা আজকে খারাপ বলছে তারাও আমার দর্শক। এর আগে তারা আমার ‘ভাইরাল গার্ল’, ‘আপন’ পছন্দ করেছিল।’

তাদের প্রতি সম্মান জানিয়ে রবিবার বিকালে পর্বটি প্রাইভেট করা হয়েছে। পুনরায় এডিট করে বিপটোন বসিয়ে আবার আপলোড করা হবে বলে জানান অমি। 

পরিচালক অমি দুঃখ নিয়ে বলেন, ‘সবাই যেভাবে সমালোচনায় মেতেছেন আমার প্রশ্ন, বাংলাদেশে কি এটাই প্রথম কোনো নাটক যেখানে গালি ব্যবহার করা হয়েছে? সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাতেও গালি এর চেয়ে বেশি। ওটিটির কনটেন্টে আরও সিরিয়াস গালি ব্যবহার করা হচ্ছে। দেশের ওটিটি কনটেন্টেও নিয়মিত দেখা যাচ্ছে। ওগুলো নিয়ে কারও মাথাব্যথা নেই। মাথাব্যথা শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে কেন?’

অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্টের প্রতি পর্বের শুরুতে ডিসক্লেইমার দেওয়া থাকে এটি এডাল্ট কনটেন্ট এবং গল্পের প্রয়োজনে কিছু কিছু জায়গায় আপত্তিকর শব্দ ব্যবহার হবে। যদি কেউ অল্পতে বিব্রত হয়ে থাকেন তাহলে দেখা থেকে বিরত থাকুন। এরপরও যদি কেউ তার পরিবার ও বাচ্চাদের নিয়ে নাটকটি দেখেন তাহলে তার নিজের দায়িত্বে দেখবেন।’

সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে কাজল আরেফিন অমি বলেন, আমি শিক্ষার জন্য নয়, বিনোদন দিতে কাজ করি। তবে হ্যাঁ, নির্মাতা হিসেবে আমার দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে শক্তিশালী বন্ধুত্ব, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার দায়িত্ববোধ, ভাইয়ের প্রতি আদর-শাসন দেখাচ্ছি। এগুলো নিয়ে কেউ কথা বলে না। 

বাংলা ভিশন ও ধ্রুব টিভির ইউটিউবে সপ্তাহে শুক্র থেকে রবি এই তিন দিন প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, শিমুল শর্মা, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, সাবিলা নূর, শরাফ আহমেদ জীবন, পাভেল প্রমুখ।


প্রবা/এলএ/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা