× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবাদে সফল অভিনয়শিল্পী সংঘ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৩:০৬ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৩:০৮ পিএম

প্রতিবাদে সফল অভিনয়শিল্পী সংঘ

গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এর সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে অভিনয় ক্যাটাগরি বাদ দেওয়া দিয়েছিল। সে নিয়ে প্রতিবাদ জানিয়েছিল অভিনয়শিল্পী সংঘ। সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান এই প্রতিবাদ জানান। তাদের পক্ষে অভিনয়শিল্পী সাজু খাদেম, প্রাণ রায়, আশরাফুল আশীষসহ অনেকে ফেসবুকে পোস্ট লিখেও প্রতিবাদ জানান। 

তাদের বক্তব্যে বলা হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালায় যেখানে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয় সম্পৃক্ত আছে, সেখানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ কেন অভিনয় বাদ দেওয়া হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে প্রতিযোগিতায় অভিনয়কে যুক্ত করার জোর দাবি জানাচ্ছি। অবশেষে সেই প্রতিবাদের ফল ঘরে তুলল সংগঠনটি। জাতীয় শিক্ষা সপ্তাহের সূচিতে আবারও অভিনয় যুক্ত হয়েছে।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন এর সাধারণ সম্পাদক রওনক হাসান। 

তিনি জানান, বিষয়টি পুনর্বিবেচনার জন্য শিক্ষা সচিব বরাবরে চিঠি পাঠিয়েছিল অভিনয়শিল্পী সংঘ। সেই চিঠি আমলে নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে অভিনয়কে আবারও যুক্ত করা হয়েছে। 

সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম স্বাক্ষরিত সেই চিঠি ফেসবুকে পোস্ট করে সুখবরটি জানিয়েছেন রওনক। এতে রওনকেরও স্বাক্ষর রয়েছে। চিঠি পোস্ট করে এই অভিনেতা লেখেন, ‘গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা থেকে অভিনয়কে বাদ দিয়েছিল। আমরা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ করেছিলাম। আমরা কর্তৃপক্ষ বরাবর প্রতিবাদলিপি এবং আবার অভিনয়কে যুক্ত করার জোর দাবি জানিয়েছিলাম। জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে এবং নানা ফোরামে বিষয়টির গুরুত্ব তুলে ধরেছি। এখন আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষা সপ্তাহের সূচিতে আবারও অভিনয় যুক্ত হয়েছে। প্রতিটি স্কুল-কলেজে আবারও অভিনয় চর্চা শুরু হবে, কর্তৃপক্ষের পুনর্বিবেচনার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

তার পোস্টের নিচে অভিনয়শিল্পীদের অনেকেই অভিনয়শিল্পী সংঘকে এই সাফল্যের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘আমাদের সবারই সাংস্কৃতিক ভিত্তিটা কিন্তু গড়ে ওঠে স্কুল-কলেজের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায়। সেখানে একক অভিনয়, আবৃত্তি, নৃত্যে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের প্রাথমিক পথচলা শুরু হয়। আমাদের অনেকেই ছোটবেলায় অভিনয় ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। সেই শিক্ষা সপ্তাহে অভিনয় বাদ দেওয়ার ঘটনাটি আমাদের ব্যথিত করেছিল। এ নিয়ে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করেছিলাম। অবশেষে বিষয়টি কর্তৃপক্ষ আমলে নিয়েছে, আবারও অভিনয়কে যুক্ত করা হয়েছে। এটা আমাকে ব্যক্তিগতভাবে আনন্দ দিয়েছে। সেই সঙ্গে এটি অভিনয়শিল্পের জন্যও একটি সাফল্য বলে মনে করি আমি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা