× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিং করছেন ফারুকী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১২:২৭ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৪:৫৯ পিএম

শুটিং করছেন ফারুকী

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের নির্মাণশৈলী দিয়ে অনেক আগেই দেশে-বিদেশের দর্শকদের মন জয় করেছেন তিনি। কাজ করেছেন আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে। সময় নিয়ে কাজ করতে পছন্দ করা ফারুকী এবার দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন। যার শুটিং গোপনে করছেন তিনি। 

নিজের নতুন প্রজেক্ট নিয়ে ফারুকীর সঙ্গে কথা হয় প্রতিদিনের বাংলাদেশের। শুরুতেই তিনি বলেন, ‘আমি সব সময় কাজ সম্পন্ন হওয়ার আগে কথা কম বলি। কাজটি শেষ করে তারপরই এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে পছন্দ করি। বর্তমানে আমার নতুন একটি প্রজেক্টের শুটিং চলছে। যেটি একেবারেই গোপনে করছি। এর অনেক কারণ রয়েছে। আমি মনে করি যেকোনো কাজ করার আগেই ঘোষণা দিয়ে দিলে, তখন আর্টিস্টদের এবং আমার নিজের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকেই কাজের ধরন ও গল্প জানতে চায়। আর্টিস্টসহ সবাইকে গণমাধ্যমে সময় দিতে হয়। যার ফলে কাজের থেকে মনোযোগ সরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাজটি সম্পন্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এ অবধি সবাই একটু অপেক্ষা করুন। ইনশাআল্লাহ্‌ অসাধারণ কিছু আপানদের জন্য অপেক্ষা করছে।’ 

ফারুকীর তথ্যমতে, এটি একটি ওয়েব সিরিজ হতে যাচ্ছে। যা এ বছরের শেষদিকে দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ফারুকীর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তার নির্মিত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। এরপর তিনি একে একে উপহার দিয়েছেন ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি। বর্তমানে তার নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ নামের দুটি ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া নির্মাণাধীন রয়েছে আরও একাধিক প্রজেক্ট। 

সিনেমার পাশাপাশি তার নির্মিত বহু নাটক-ধারাবাহিক দর্শকপ্রিয় হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘৪২০’, ‘তাল পাতার সেপাই’, ‘ক্যারাম’, ‘৬৯’, ‘ঊনমানুষ’, ‘দ্বন্দ্ব সমাস’ ইত্যাদি। তার পরিচালিত একমাত্র ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা